কী এবং কেন?

অদ্ভুত ঘটনা যা বেশিরভাগ মানুষেরই অজানা পর্ব- ১

আজকের আলোচ্য অদ্ভুত ঘটনাগুলো বেশিরভাগ মানুষই জানে না। আর কথা না বাড়িয়ে বেশিরভাগ মানুষের না জানা কিছু অদ্ভুত ঘটনা জেনে নেই। আজ পর্ব- ১

 

 

১। ফ্লেমিঙ্গোরা তাদের হাঁটু দিয়ে নয় বরং গোড়ালি দিয়ে তাদের পা ভাঁজ করে

অনেকেরই ধারণা ফ্লেমিঙ্গোরা তাদের পা হাঁটুর সাহায্যে ভাজ করে। আসল ঘটনা কিন্তু এটি নয়। তাদের হাটু মূলত দ্বারা আবৃত থাকে। কিন্তু তাদের গোড়ালি মুক্ত অবস্থায় থাকে।

এই গোড়ালির সাহায্যে তারা তাদের পা ভাঁজ করে। কিন্তু দূর থেকে দেখলে মনে হয় তারা তাদের পা হাঁটুর সাহায্য করে।

 

২। আমেরিকানদের পাপমুক্ত করার জন্য রোলার কোস্টার তৈরি করা হয়

 

১৮০০ শতকের শেষদিকে আমেরিকানরা মদের দোকান ও পতিতালয়ের প্রতি প্রচুর আকৃষ্ট ছিল।

তখনকার সময়ে ল্যামারকাস থম্পসন নামের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি মদের দোকান ও পতিতালয়কে প্রচুর ঘৃণা করতেন।

তিনি সবসময় চাইতেন আমেরিকানরা এই পাপ থেকে বের হয়ে আসে। কিভাবে তাদেরকে অন্য বিনোদনে আকৃষ্ট করা যায় তা নিয়ে তিনি ভাবতে থাকেন।

এবং একপর্যায়ে তিনি তার ভাবনায় সফল হন। তিনি আমেরিকানদের অন্যধরনের বিনোদন দেওয়ার জন্য রোলার কোস্টার তৈরি করেন।

 

৩। আইস পপ তৈরি হয় একটি দুর্ঘটনা থেকে

 

সারা বিশ্বজুড়ে জনপ্রিয় আইস পপ তৈরি হয় একটি দুর্ঘটনা থেকে। ১১ বয়সি একটি ছেলে দুর্ঘটনাক্রমে তার সোডা পাউডার মিশ্রিত জল বাইরে রেখে দেয়।

বাইরের তাপমাত্রা সেসময় অনেক কম ছিল। সকালবেলা সেটি বরফে জমে আইস পপ হয়ে যায়।

ছেলেটির নাম হল ফ্রাংক এপসন। ছেলেটির প্রতিবেশী বিষয়টিকে আমলে নিয়ে সর্বপ্রথম আইসপপ বানাতে শুরু করেন।

এবং এই আইস পপ তার বাড়ির পাশে পার্কে বিক্রি করা শুরু করেন।

 

 

৪। আমেরিকায় মহিলাদের ভোটাধিকার শুরু হওয়ার পূর্বে একজন মহিলা কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন

 

READ MORE:  স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্প কি?

আমেরিকায় ১৯০০ শতকের পূর্বে মহিলাদের ভোটাধিকার ছিল না। আমেরিকার মাটিতে মহিলারা সর্বপ্রথম ১৯২০ সালে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়।

তবে মজার বিষয় হচ্ছে ১৯১৬ সালে জ্যানিয়েট জ্যাঙ্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অফিসে প্রথম মহিলা হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

৫। আপনার বাজার থেকে কেনা আপেল এক বছরের পুরনো হতে পারে

 

আপনি জানেন কি আপনার বাজার থেকে কেনা আপেলটি এক বছরের পুরনো হতে পারে? যে টাটকা আপেল আপনি আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন সেটি হয়তো অতটাও টাটকা নয়।

আপেল সাধারণত আগস্ট-সেপ্টেম্বর মাসে গাছ থেকে পাড়া হয়। এরপর বাছাই যাচাই করে অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হয়।

যে আপেল গুলি তাৎক্ষণিকভাবে বাজারজাত করা না হয় সেগুলিকে মোমের আবরণে আবৃত করে সংরক্ষণ করা হয়।

এগুলি হয়তো অনেক পরে বাজারে আসে। কখনো কখনো এটি বাজারে আসতে প্রায় এক বছর সময় নেয়।

 

 

৬। আপনার নাক চেপে ধরে আপনি গুনগুন করতে পারবেন না

 

কথাটা শুনে নিশ্চয় চেষ্টা করে দেখেছেন? এবং আশা করি ফলাফল হাতে হাতে পেয়েছেন। আমরা গুন গুন করার সময় আমাদের মুখ বন্ধ থাকে।

তাই এ সময় আমাদের ভেতরের শ্বাস নাক দিয়ে বের হয়। তাই আপনি আপনার নাক চেপে ধরে গুনগুন করতে পারবেন না।

 

 

৭। অক্টোপাসের ৩টি হার্ট রয়েছে

 

সাধারণত প্রাণিজগতের অধিকাংশ প্রাণীরই একটি করে হার্ট রয়েছে। তবে অক্টোপাস এর অবস্থান এক্ষেত্রে অনেক আগানো। কারণ তাদের তিনটি হার্ট রয়েছে। কি অদ্ভুত বিষয় একটি প্রাণী, ৩টি হার্ট।

 

 

৮।হিটলার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়

 

কি অদ্ভুত কথা। এডলফ হিটলার নাকি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হন? শুনে ভুরু কুঁচকে উঠলেও বিষয়টি কিন্তু সত্যি।

একজন সুইডিশ রাজনীতিবিদ ১৯৩৯ সালে হিটলারকে শান্তিতে পুরস্কার দেওয়ার জন্য মনোনয়নের চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু নোবেল কমিটি এই মনোনয়ন বাতিল করে দেয়।

READ MORE:  হোয়াইট হাউজ নিয়ে কিছু অজানা তথ্য

 

 

৯। লবস্টাররা তাদের পা দিয়ে স্বাদ গ্রহণ করে

 

আমরা আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের স্বাদ আমাদের জিব্বা দিয়ে গ্রহণ করি। কিন্তু লবস্টাররা এক্ষেত্রে ব্যতিক্রম। তারা তাদের পায়ের সাহায্যে তাদের খাদ্যের স্বাদ গ্রহণ করে।

লবস্টারদের পায়ের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র ব্রিজল থাকে। এর সাহায্যে তারা বিভিন্ন বস্তুর স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়।

 

১০। টয়লেট পেপার আবিষ্কারের পূর্বে আমেরিকানরা ভুট্টার পাতা ব্যবহার করত

 

যখন টয়লেট পেপার আবিষ্কৃত হয়নি তখনও মানুষ এর বিকল্প ব্যবহার করত। আমেরিকানরা এক্ষেত্রে ভুট্টার শুকনো পাতা ব্যবহার করত।

১১। এম্পায়ার স্টেট বিল্ডিং এর নিজস্ব জিপ কোড রয়েছে

 

একটি বিল্ডিং এর জিপ কোড রয়েছে এটা কিছুটা অস্বাভাবিক। তবে এম্পায়ার স্টেট বিল্ডিং এর নিজস্ব জিপ কোড রয়েছে। আর এই জিপ কোডটি হল ১০১১৮।

 

 

১২। ইতিহাসের সংক্ষিপ্ততম যুদ্ধ

 

একটি যুদ্ধ কত সংক্ষিপ্ত হতে পারে? বাংলাদেশের ক্ষেত্রে যুদ্ধের স্থায়িত্ব ছিল ৯  মাস। এটি অনেক দীর্ঘ সময়।

তবে আপনি জানেন কি ইতিহাসের সংক্ষিপ্ততম যুদ্ধটি স্থায়িত্ব এক ঘন্টাও নয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩৮ মিনিট।

১৮৯৬ সালে যখন ব্রিটিশদের অধীনস্থ জাঞ্জিবারের সুলতান মারা যান তখন ব্রিটিশদের অনুমতি ব্যতীত একজন নতুন দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়টিতে স্বাভাবিকভাবেই খুশি হতে পারে না। তারা ওই নতুন সুলতান এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এবং নতুন সুলতান কে পাকড়াও করার জন্য ব্রিটিশ যুদ্ধজাহাজ যুদ্ধযাত্রা করে। মাত্র ৩৮ মিনিটের মধ্যে তারা এই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ফেলে।

 

 

১৩। নীল তিমির জিহব্বার ওজন

 

নীল তিমি পৃথিবীর সর্ব বৃহত্তম প্রাণী। গভীর সমুদ্রের তলদেশে এরা বাস করে। এরা বিশাল আকৃতির হয়ে থাকে।

এদের ওজন ও আকৃতি বোঝানোর জন্য একটি ছোট্ট উদাহরণই যথেষ্ট। একটি নীল তিমির জিহ্বার ওজন প্রায় একটি হাতির ওজনের সমান।

READ MORE:  ফ্যানে সবসময় তিনটি পাখা কেন থাকে?

 

 

১৪। বিশ্বের সর্ব বৃহত্তম জলপ্রপাত পানির নিচে অবস্থিত

 

বিশ্বের সর্ব বৃহত্তম জলপ্রপাতের কথা বললে আমাদের মনে প্রথমেই নায়াগ্রা জলপ্রপাত এর কথা মনে পড়ে।

কিন্তু নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সর্ব বৃহত্তম জলপ্রপাত নয়। পৃথিবীর সর্ব বৃহত্তম জলপ্রপাত টি নরডিক সাগরের নিচে অবস্থিত।

এটি পানির প্রায় দুই মাইল নিচে অবস্থিত। এবং পৃথিবীর স্থলে অবস্থিত জলপ্রপাতের চেয়ে প্রায় ৪ গুগ বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *