ইসলামইসলামিক গজল

আল্লাহ তোমায় ডাকার মত ডাকতে জানি না গজল লিরিক্স

আল্লাহ তোমায় ডাকার মত ডাকতে জানি না

আল্লাহ তোমায় ডাকার মত

ডাকতে জানি না।

তাই কি তুমি দাওনা সাড়া

বুঝতে পারিনা।

আল্লাহ তোমায় ডাকার মত

ডাকতে জানি না।

তাই কি তুমি দাওনা সাড়া

বুঝতে পারিনা আমি

বুঝতে পারিনা।

অবুঝ আমি পাপি আমি

পাপের সীমা নাই।

বারে বারে তোমার কাছে

তাই তো ফিরে যাই আমি

তাই তো ফিরে যাই।

অবুঝ আমি পাপি আমি

পাপের সীমা নাই।

বারে বারে তোমার কাছে

তাই তো ফিরে যাই আমি

তাই তো ফিরে যাই।

রাহিম তোমার নামের সিফাত

রাহিম তোমার নামের সিফাত

হৃদয় থেকে কখনো যে

মুছতে পারিনা আমি

মুছতে পারিনা।

আল্লাহ তোমায় ডাকার মত

ডাকতে জানি না।

তাই কি তুমি দাওনা সাড়া

বুঝতে পারিনা আমি

বুঝতে পারিনা।

হে খোদা তুমি অন্তর জামি

না বলা কথা জানো।

মিনতি জানাই অভাগা রে

তোমার কাছে টানো।

হে খোদা তুমি অন্তর জামি

না বলা কথা জানো।

মিনতি জানাই অভাগা রে

তোমার কাছে টানো।

স্রষ্টা তুমি সৃষ্টি আমি

মাঝে দেয়াল নাই।

পাপ করেছি দেহে মনে

তোমার ক্ষমা চাই আমি

তোমার ক্ষমা চাই।

স্রষ্টা তুমি সৃষ্টি আমি

মাঝে দেয়াল নাই।

পাপ করেছি দেহে মনে

তোমার ক্ষমা চাই আমি

তোমার ক্ষমা চাই।

হীরা ভেবে কাঁচ কুড়ালাম

হীরা ভেবে কাঁচ কুড়ালাম

অন্ধ বলে তোমার দানের

স্বরুপ দেখিনা আমি

স্বরুপ দেখিনা।

আল্লাহ তোমায় ডাকার মত

ডাকতে জানি না।

তাই কি তুমি দাওনা সাড়া

বুঝতে পারিনা আমি

বুঝতে পারিনা।

READ MORE:  ছবি তোলা কি সম্পূর্ণ হারাম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *