তুফান মুভি বাংলা | Toofan Movie Bangla
শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত রায়হান রাফি পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা তুফান এর টিজার রিভিউ চরকির তরফ থেকে অফিসিয়ালি টিজার খানিকক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আজকে যে টিজার আসবে সে ব্যাপারে অনেক আগে থেকে জানানো ছিল না। হঠাৎ করেই এক প্রকার টিজার টাকে আনা হয়েছে খানিকক্ষণ আগে৷
কয়েক ঘণ্টা আগে রায়হান রাফি সোশ্যালমিডিয়াতে দর্শকদের জানিয়ে দিয়েছিলেন যে, আজকে তুফান আসতে চলেছে এবং সেটা দেখবার পরে সত্যি বলছি, রায়হান রাফি ভুল কিছু বলেননি তিনি মিথ্যে কিছু বলেননি। তুফানের এ টিজার যেন সত্যিকারের । তুফান এমন টিজার এসেছে যেটাকে নিয়ে দর্শক আজকে কথা বলবে কালকে কথা বলবে। আগামী বেশ কয়েক সপ্তাহ জুড়ে কথা বলবে তারা। কারণ এরকম কোনও টিজার বাংলা ছবি যে হতে পারে! যেখানে বাংলা ছবির বাজেট কী রকম হবে সেটা আমাদের বাংলা হোক কিংবা বাংলাদেশের বাজেট সম্পর্কে আমাদের সকলেরই একনলেজ রয়েছে সেখানে দাঁড়িয়ে এরকম 1:00 টিজার বাংলা ছবির যে হতে পারে তা আমাদের স্বপ্নের অতীত রায়হান রাফি সেই স্বপ্নটা কি কোথাও এখানে সত্যি করে দেখিয়েছেন এবং আমার মনে হয় যে এই ছবিটার কিন্তু প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ পাওয়া উচিত শাকিব খানের দরদী প্যান্ট আর ইলিশ পেতে পারে তাহলে কিন্তু এই টিজারটা একবার পরবর্তীতে হচ্ছে তুফান ডেফিনিটলিপ্যান ইন্ডিয়া রিলিজ যেখানে ডিজার্ভ করে। Toofan Movie Bangla
কারণ যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে ডিরেক্টরের মধ্যে সেটা মানে অসম্ভব ভালো। মানে এটা একদমই সাউথ ইন্ডিয়ান ছবির টিজার মনে হচ্ছে এটা একেবারেই। বলিউড ছবির টিজার মনে হচ্ছে যে বাজেটটা তাঁদের কাছে রয়েছে সেটা আমাদের কাছে নেই। তা সত্ত্বেও রায়হান রাফি সেটা অ্যাচিভ করে দেখেছেন তাঁকে৷ সবার আগে কুর্নিশ জানাতে হয় যে তিনি এখানে কী করে দেখিয়েছেন৷ মানে ভালো হবে খুব ভাল কিছু হতে পারে এক্সপেকটেশন তুফানের থেকে আমাদের সকলের রয়েছে কিন্তু এক্সপেকটেশন ম্যাচ করা তো ছেড়ে দিন। এক্সপেকটেশন তো অনেকেই ম্যাচ করে দেয়।এক্সপেকটেশন তো অনেক পিছনে ফেলে দিয়েছে। মানে আমরা যেটা আশা করেছিলাম তার 10 গুণ ভালো কিছু এখন আমাদেরকে অফার করেছেন এই টিভি টার মধ্যে আপনারা দেখুন ওয়েল এডিটেড কমপ্যাক গল্প সম্পর্কে আমি কিছু বলতে পারবেন না কিন্তু ছবিটা দেখবার প্রতি আপনাকে ইন্টারেস্টেড করে তুলবে৷ কারণ তিনি এর মধ্যে এমন সমস্ত দৃশ্য দেখানো হচ্ছে যেগুলো খুব ইন্টারেস্টিং যেগুলো খুবই নতুনত্ব। বাংলা সিনেমার খাতিরে যদি বলি সেখানে দাঁড়িয়ে ছবিটা দেখতে যেতে হবে হলে আর চঞ্চল চৌধুরীকে দেখিয়ে দেওয়াটা মাস্টারস্ট্রোক ছিল আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি শাকিব খান এই টিজার টার মধ্যে আপনারা দেখুন যেখানে সব মেশিনগান চালাচ্ছে এই জেলায়বলেছেন, পুষ্পা কেজিএফ এর মতন আমরা কোনও কিছু বানাবার চেষ্টা করছি। শাকিব খানকে যখন মেশিন গান চালাতে দেখছি না৷ রাহানে এই কথাটা সত্যি বলতে মনে পড়ে যাচ্ছিল। Toofan Movie Bangla
ওই দৃশ্যগুলো বাংলা ছবিতে জাস্ট ভাবতে পারি না। শাকিব খানের যে ফিজিক তাঁর যে হাইট তার যে গ্ল্যামার সেটা কি ইউটিলাইজ করে যে কতকিছু করা যেতে পারে পরিচালক হিসেবে রায়হান রাফি সেটা করে দেখিয়েছেন তুফান এর টিজার মধ্যে এবং তুফান গোটা ছবিটাই সেটা কোথাও দেখিয়ে দেবে যে শাকিব খান হিরোকে নিয়ে কী করা যেতে পারে শাকিব খান তো নিজের কেরিয়ারে প্রচুর খারাপ ছবি করেছেন প্রপার ডিরেক্টর সে পায়নি এখন তুফান এর টিজার দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভালো ডিরেক্টরের হাতে পড়লে শাকিব খানের মতনতো অনেক কিছুই করে দেখাতে পারে এই টিজার টার মধ্যে আপনারা শাকিব খানের বয়স 12:00 সেটাশুনুন দেখবেন সাধু ভাষার ব্যবহার করা হয়েছে এবং সেটাই কোথাও। ইউনিকনেস এনে দিচ্ছে। আমরা তো এই ধরনের বয় হিরোর বহু ক্ষেত্রেই শুনে থাকি। কিন্তু এখানে যে বয়সের মধ্যে সাধু ভাষার ব্যবহার 40 ভাষার ব্যবহার এখানে করা হয়নি সেটা কোথাও ফ্রেশনেস আছে৷ তার সঙ্গে সঙ্গে যে গানটা ব্যবহার করা হয়েছে তুফানের যে গানটা তুফান এর টাইটেল ট্র্যাক হবে সম্ভবত এই গানটাই আমার মনে হল আমি শুনি সম্ভবত এই গানটা শ্যুট করা হয়ে গেছে অলরেডি প্রথম এই গানটা শ্যুট করা হয়েছে তো সেই টাইটেল ট্র্যাকটা।সেটি যার মধ্যে বিউটিফুল লাগছে ফাটাফাটি লাগছে৷ তুফান প্রলয় তুফান আসছে তুফান আমাদের এই যে লাইনগুলো এবং যখন গানটা শুরু হচ্ছে দেখবেন শাকিব খান ঘাটে রকম ভাবে হাল্কা করে ভাঙে সেই জায়গা থেকে মানে টিজারটা জাস্ট টিজারটা অনবদ্য অনবদ্য। এখানে গোটা টিজার জুড়েই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হয়েছে৷ এই গানটা তো দেখবেন বাইরের হবে সঠিক গানটা আলাদা করে ছবিটার ব্যবসা অনেকটা বাড়িয়ে দেবে৷ আমরা শাকিব খানের প্রিয়তমা ছবির ক্ষেত্রে দেখেছি গান কী করতে পেরেছে সেই জিনিসটা তুফানের ক্ষেত্রে তুফান কে নিয়ে এমনি হয়েছে৷ এই গানটা সেখানে আর কি বলে না পোয়াবারো সে রকম এক ব্যাপার কি এবং এটা একদম শেষবিভাগে আপনারা শাকিব খানের যে চেঁচানো দৃশ্যটা বাথটাবের মধ্যে বসে রয়েছে সেই জায়গাটা আপনারা খালি দেখবেন। মানে সেটা সেটা ব্যাপক লেগেছে। ব্যাপক লেগেছে সেখানে সাক্ষাৎকারের অ্যাক্টিং ফেসিয়াল এক্সপ্রেশন চূড়ান্ত লাগছে তো এখানে অভিনেতা শাকিব খান। কিন্তু আমরা দেখতে চলেছি রায়হান রাফি কিন্তু সেই দিকটা বের করে আনবেন শুধুমাত্র হিরো দিকটা নয়, হিরোইজম তা নয়, তার সঙ্গে সঙ্গে 1:00 সাক্ষাতেও আমরা কিন্তু এই ছবির মধ্যে পেতে চলেছি। জেটলি শাকিব খানের ভক্তদের জন্য কোথাও 1:00 বেনিফিশিয়াল হতে চলেছে এবং চঞ্চল চৌধুরীর যে পার্টিকুলার শটটা রয়েছে অনেকেই বলতে পারে চঞ্চল চৌধুরী প্রথম পারে যদি কেউ থাকে সে ক্ষেত্রে কেন চঞ্চল চৌধুরীসেটা দেখিয়ে দেওয়া এখন দেখুন কিছু ঢাকাচাপা নেই। চঞ্চল চৌধুরীর ছবির মধ্যে থাকবেন সে ব্যাপারে সকলেই জেনে গেছে প্রায় প্রায় সকলেই বুঝে গেছে, থাকতে চলেছে কারা লুকিয়ে রেখেছে, কারা রিয়াল করছেন। Toofan Movie Bangla
এখন বিষয়টা হচ্ছে, যখনই মনে মনে সবাই ভেবে হলে যাবে যে চঞ্চল চৌধুরী থাকতে পারেন তাহলে চৌধুরী যখন 3:00 আসবে তখন সেটা আদৌ খুব বেশি কিছু ওয়ার্ক করবে। কারণ মানুষ তো এক্সপেক্ট করেছিল রাখতে পারে, আসতে পারে আসতে পারে বরং এখানে কারা কী করেছে। চঞ্চল চৌধুরীকে টিমের মধ্যে দেখিয়ে দিয়েছে এবার শাকিব খান বাচ্চার চঞ্চল চৌধুরী এই যে এই যে 1:00 মানে পারফেক্ট তৈরি হয়ে গেল।এই যে এর বিরুদ্ধেও এটা দেখবার জন্য।এক্সপেকটেশন সেটা তুফানের ও পেইনকে ফার্স্ট সেকেন্ড থার্ড কালেকশনকে ফার্স্ট উইকেন্ডের কালেকশন কোথায় নিয়ে যায় খালি আপনারা দেখবেন তো এটা আমার মতে মেকারদের মাস্টারস্ট্রোক জেনে যখন গেছে দেখিয়ে দাও দেখি ওপেনিং তাকে বড় করার চঞ্চল চৌধুরী দারুণ অভিনেতা 1:00 সিনই কাঁপিয়ে দিয়েছে চঞ্চল চৌধুরী ছবির মধ্যে কতটা থাকেন তাঁর ক্যামিও এক্সটেন্ডেড ক্যামিও সেটা 1:00 দেখার মতো ব্যাপার হবে তো টি যার মধ্যে বাকি যাঁদের নাম আমরা শুনতে পেয়েছি৷ ছবির মধ্যে যাঁরা থাকবেন মিমি চক্রবর্তী অনাবিল হোক তাদেরকে দেখতে পাওয়া যায়নি তো সেটার জন্য ট্রেলার অবধি অপেক্ষা করতে হবেছবির শ্যুটিং অলরেডি চলছে। সেটা হতে হতেই দেখুন। Toofan Movie Bangla
টিজার মেকা তৈরি করে দিয়েছে এবং বোঝাই যাচ্ছে মেকাররা কিন্তু প্রমোশনের ব্যাপারে যথেষ্ট বেশি৷ এখানে সচেতন শাকিব খানের বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা প্রোমোশন সেভাবে উঠে দেখি না, ট্রেলারে আসছে না সেই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। তুফানের ক্ষেত্রে কিন্তু সবকিছু প্রপারলি হবে এবং দেখা যাক এই ছবিটা বাংলাদেশে এই ছবিটা বোধহয় এ 12 ফের বলে দেওয়া যায় যে অলরেডি 1:00 সুপারহিট বা ব্লকবাস্টার হয়ে গেছে। এই ছবিটা হয় উ জন্যে বাংলাদেশে কোনও সন্দেহ নেই। ঈদের সময় মুক্তি পাচ্ছে সেই সময় দর্শক হলে যায় শাকিব খানের অনেক খারাপ ছবিও সেখানেহিট করে বেরিয়ে যায়। এই ছবিটা তো ছেড়েই দিন জাস্ট আমাদের এপার বাংলার ছবিটা কতটা কালেকশন করে সেটা দেখবার মতো ব্যাপার হবে। আমাদের এপার বাংলাতেও কিন্তু এ ধরনের কনটেন্টের খিদে রয়েছে। এটা বলতে পারি আমাদের এপার বাংলায় কিন্তু এরকম বাংলা ছবির টিজার মানে আমরা কিন্তু এরকম পাই না সত্যি বলতে রায়হান রাফি সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের দর্শকদের জন্য এবং শিশুর প্রত্যেকের এটা প্রচন্ড পছন্দ হবে আমার তো দারুণ লেগেছে ফাটাফাটি লেগেছে চরম লেগেছে এক্সপেক্টেড জাস্ট আপনাদের কী মতামত ডেফিনিটলি আপনারা কমেন্ট করে জানতে পারেন।