বিজ্ঞান জিজ্ঞাসা

উদ্বায়ী আর ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে পার্থক্য কী?

উদ্বায়ী (Volatile) আর ঊর্ধ্বপাতিত (Sublimation) পদার্থের মধ্যে  আমরা প্রায় সবাই গুলিয়ে ফেলি। চলুন আজ জেনে এই এদের মূল পার্থক্য। 

 

উদ্বায়ী পদার্থঃ (Volatile matter)

কক্ষ তাপমাত্রা ও এক অ্যাটমসফেরিক (atm) চাপে যে সকল পদার্থ তরল থেকে গ্যাসীয় অবস্থায় রুপান্তর ঘটে তাদের উদ্বায়ী পদার্থ বলে। যেমনঃ petrol, Nailpolish remover, spirit ইত্যাদি।

 

ঊর্ধ্বপাতিত পদার্থ: 

কক্ষ তাপমাত্রা ও এক অ্যাটমসফেরিক চাপে যে সকল পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রুপান্তরিত হয় তাদের ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।  যেমনঃ Camphor, Napthalen ইত্যাদি।

READ MORE:  হিট স্ট্রোক কেন হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *