Technology

কয়েক মিনিটে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩

নতুন যারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন তাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমার ড্রাইভিং লাইসেন্স কবে প্রিন্ট হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স কবে হাতে পাব। এছাড়াও যারা ড্রাইভিং লাইসেন্স করার জন্য ছবি দিয়েছেন তাদের মনে এই প্রশ্নটাও আসে ড্রাইভিং লাইসেন্স আমার ছবিটি কেমন দেখাবে? এছাড়াও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য যারা  বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন তাদের মনে অনেক প্রশ্ন থাক। সব প্রশ্নের সমাধান ড্রাইভিং লাইসেন্স চেক করে জানতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনের অবস্থা বর্তমানে কোন স্থানে রয়েছে, কতদিন পর ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে পারেন সেই প্রক্রিয়া জানানোর চেষ্টা করব। প্রযুক্তি আর সমাজের বদৌলতে আমাদের যেমনটা ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবর্তন হয়েছে তেমনি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  নিজের একটা ব্যক্তিগত গাড়ি থাকা যেন সবার শখের বিষয়।  কিছু টাকা থাকলেই আমরা অনেকেই মোটরবাইক কেনার চেষ্টা করি। এ ছাড়াও অনেকে তো ব্যক্তিগত প্রাইভেটকার কিনে ফেলি।  সবকিছুরই একটা জটিলতা রয়েছে, যেমন পরিবহনের এর জন্য আপনাকে সরকার থেকে  ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এছাড়া আপনি কোন মতেই বৈধভাবে ড্রাইভিং করতে পারবেন না।  বৈধভাবে ড্রাইভিং করার জন্য যারা ড্রাইভিং লাইসেন্স করারজন্য পূর্বে আবেদন করেছেন তারা ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন নিচের নিয়মে। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন আর এই অ্যাপটি তারা আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন খুব সহজেই। আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড টি দেখতে কেমন হবে,  সেখানে আপনার ছবি কেমন দেখাবে,  আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার কি হবে সেটি জানতে পারবেন। 

 

মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

 

এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক,

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “DL<Space> Reference no.” এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। যেমন-আপনার ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নম্বর যদি DM2P045 হয় তবে মেসেজ লিখবেন এভাবে:

DL DM2P045

এরপর ২৬৯৬৯ এ মেসেজ সেন্ড করবেন। ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং-এর বর্তমান স্ট্যাটাস জানানো হবে।

READ MORE:  Chat GPT কি?Chat GPT দিয়ে যে সব কাজ করতে পারবেন

আপনি আপনার মোবাইল থেকে DL<স্পেস>Driving License Number লিখে 015521462 নাম্বারে মেসজ পাঠিয়ে দিবেন অথবা DL < Space>Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। মেসেজ দেয়ার ৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানতে পারবেন।

 

অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক ,

 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক এর জন্য আপনি Google Play Store হতে এই এ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করুন: ডাউনলোড

  • অ্যাপ ইনস্টল এর পর যেভাবে চেক করবেন,
  • DL Checker App ওপেন করুন
  • Date Of Birth এর ঘরে আপনার জন্ম তারিখ দিবেন
  • এরপরে দুইটা অপশন পাবেন, DL Number And Refference Number 
  • এর ভেতর থেকে দুই নম্বর অপশনটি বাছাই করে নিবেন।
  • তারপর সাবমিট এ ক্লিক করবেন

 

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  •  নির্ধারিত ফরমে আবেদন অনলাইনে আবেদন।
  • আবেদনকারীর ছবি [ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি (৩০০ x ৩০০ পিক্সেল)]
  • রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য  এখানে ক্লিক করুন 
  • জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
  • ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
  • বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
  • নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা অনলাইনে পরিশোধ।

লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

গ্রাহকের বায়োমেট্রিক্স গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

READ MORE:  জন্ম নিবন্ধন অনলাইন চেক - online birth certificate check

 

স্মার্টকার্ড এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • নির্ধারিত ফরমে আবেদন।
  • রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
  • ন্যাশনাল আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি।
  • নির্ধারিত ফী (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
  • সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *