১৬ই ডিসেম্বর কবিতা
হয়েছে বিজয় লাল-সবুজের
দিতে হয়েছে প্রান লক্ষ্য ভাইয়ের,
হয়েছে স্বাধীন সবুজ শ্যামলে
সোনার এই বাংলাদেশের।
বিজয়ের উল্লাসে প্লাবিত হয়েছে
ছেলে হারা বাবা মায়ে,
ভাই হারা বোন অসহ্য শোক ভুলে
বিজয়ের গান গায় উল্লাসে।
বুঝেছে দারুন পাকবাহিনী রা
নয় তো এ জাতি ক্ষীন,
রুখে দাড়াতে সাহস যুগিয়ে
সজ্জিত নিশিদিন।
মাথা নত করেনি এ জাতি
অত্যাচারী র কাছে,
রক্ত দিয়ে ছিনিয়ে নিয়েছে
সোনার বাংলাদেশ বুকের মাঝে।
ইতিহাসের পাতায় পাতায়
লেখা হবে যে বেশ,
১৬ ই ডিসেম্বরে বিজয় পেয়েছে
আমার সোনার বাংলার দেশ।
লেখক,রবিউল ইসলাম জিবলুগাবতলি, বগুড়া