সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অনুবাদ surah falaq bangla
সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অনুবাদ
সূরার নাম : ফালাক শ্রেণী : মাদানী সূরা (মদীনায় অবতীর্ণ) নামের অর্থ : নিশিভোর
সূরার ক্রম : ১১৩
আয়াতের সংখ্যা : ৫ রুকুর সংখ্যা : ১ পারার ক্রম : ৩০ পারা
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
উচ্চারণঃ কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি
অর্থঃবলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
مِن شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃমিন্ শার রিমা-খলাক্ব
অর্থঃ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
উচ্চারণঃ অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্
অর্থঃ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
উচ্চারণঃ অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্
অর্থঃ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
উচ্চারণঃ অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্
অর্থঃ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ।
surah falaq surah falaq transliteration surah falaq in english surah falaq translation surah falaq bangla surah falaq benefits surah falaq english transliteration surah falaq urdu translation surah falaq surah nas surah falaq for kids surah falaq and nas surah falaq arabic surah falaq arabic text surah falaq and nas transliteration surah falaq and naas translation surah falaq audio surah falaq aur surah nas