ইসলামইসলামিক বিষয়াদি

সূরা কদর বাংলা উচ্চারন ও অর্থ | surah qadr bangla

সূরা কদর বাংলা উচ্চারন ও অর্থ ( surah qadr bangla) ইবনে আবী হাতেম (রাঃ)-এর রেওয়ায়েতে আছে, রসূলুল্লাহ্‌ (সাঃ) একবার বনী-ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে এ উম্মতের জন্যে শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের এবাদত অপেহ্মা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরীর (রহঃ) অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনী-ইসরাঈলের জনৈক এবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি এবাদতের মশগুল থাকত ও সকাল হতেই জেহাদের জন্যে বের হয়ে যেত এবং সারাদিন জেহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেহ্মিতেই আল্লাহ্‌ তাআলা সূরা-কদর নাযিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে, শবে-কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য।

 

 

সুরা আল কদর বাংলা উচ্চারন

 

  • ইন্না আনঝালনাহু ফী লাইলাতিল ক্বাদরি,
  • ওয়ামা আদরাকা মালাইতুল ক্বাদরি।
  • লাইলাতুল ক্বাদরি খইরুম মিনআলফিশাহর।
  • তানাঝ্ ঝালুল মালা-য়িকাতু ওয়ার রূহ ফীহা বিইজনি রাববিহিম মিনঁ কুল্লি আমরিন
  • স্লামুন হিয়া হাত্তা মাতলায়িল ফাজরি।

 

সুরা আল-কদর অনুবাদ

 

  • আমি একে নাযিল করেছি শবে-কদরে।
  • শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
  • শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
  • এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
  • এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে
READ MORE:  অমুসলিমদের জবেহকৃত পশু খাওয়া হারাম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *