স্বাস্থ্য

চুলের জট ছাড়ানোর উপায়

চুলের জট ছাড়াতেই নাজেহাল অবস্থা হয় অনেকের। এমন অবস্থায় যদি হাতে থাকে কম সময় তবে তা বলাই বাহুল্য। একগাদা চুল ছিঁড়ে হাতে চোলে আসার জোগার। তাই টুলে জটের সমস্যা এড়িয়ে না গিয়ে করে ফেলুন সহজে সমাধান।

 

১. চুলের আগা ছাঁটুন নিয়মিত

চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে জট লাগে না। এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দু’টোই সামলানো যাবে।

 

২. কন্ডিশনার ব্যবহার করুন

প্রতিবার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট লাগাও প্রতিরোধ করবে।

 

৩. নিয়ম করে তেল লাগান

কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন গোসলের আগ পর্যন্ত। এটা ডিপ কন্ডিশনিং এর কাজ করে। চুলের কিউটিকলের পরিচর্যাও করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুলকে করে তোলে নমনীয়। মসৃণ চুলে তাই জট লাগে না।

 

৪. চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন

জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে এরপর চিরুনি ব্যবহার করুন।

 

৫. বড় দাঁতের চিরুনি নিন

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাবার আশংকা কম। তাছাড়া প্লাস্টিকের বদলে প্রাকৃতিক উপাদান; যেমন: কাঠের তৈরি চিরুনি হলে আরও ভালো হয়। আর মনে রাখবেন, ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তা নরম থাকে আর ছিঁড়ে যায়।

 

৬. নিচ থেকে শুরু করুন

জট ছাড়াতে জটের নিচের দিক থেকে শুরু করুন। কখনওই জট খুলতে চুলের দু’টি অংশ দু’দিক থেকে টান দেবেন না।

 

৭. সিরাম ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ। তাই জট ছাড়াতে তা খুব ভালো সাহায্য করে।

READ MORE:  পুঁইশাক কি আমাদের জন্য উপকারী?- Bangla Health Tips

 

৮. বালিশের কভারে সুতি নয় সিল্ক ব্যবহার করুন

ঘুমনোর সময় আমরা প্রায় সবাই-ই সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করি। কিন্তু সুতি কাপড় আমাদের চুল থেকে আর্দ্রতা শুষে নিয়ে রুক্ষ করে ফেলে এবং চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। এতে করে চুলে রুক্ষতা তৈরি হয়ে জট লাগার প্রবণতা বাড়ে। কিন্তু সিল্কের কাপড়ে সে সমস্যা হয় না।

 

৯. বেণী করে শ্যাম্পু করুন

সবসময় যে খোলা চুলেই শ্যাম্পু করতে হবে, এমন কোন কথা নেই। বরং বেণী করে চুলে শ্যাম্পু করলে ধীরে ধীরে বেণী খুলে আসে ধোয়ার সময়। যা মূলত ভেজা চুলের জট পাকানো থেকে রক্ষা করে।

 

১০. চুল খোলা রাখুন

সবসময় চুল বেঁধে রাখলেও কিন্তু তাতে জট বাঁধে। কাজেই বাড়িতে যখন থাকবেন; চেষ্টা করুন চুল খুলে রাখার। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন। অবাধ্য চুলকে বশে আনার জন্য পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *