অদ্ভুত ঘটনা যা বেশিরভাগ মানুষেরই অজানা পর্ব- ২
আজকের আলোচ্য অদ্ভুত ঘটনাগুলো বেশিরভাগ মানুষই জানে না। আর কথা না বাড়িয়ে বেশিরভাগ মানুষের না জানা কিছু অদ্ভুত ঘটনা জেনে নেই। আজ পর্ব- ২
১) চাঁদে আপনার ছায়া অনেক বেশি ডার্ক হবে
আমাদের প্রত্যেকেরই নিজস্ব ছায়া রয়েছে। এই ছায়া সবসময় আমাদের সঙ্গে লেগে থাকে। পৃথিবীতে বায়ুমণ্ডল থাকার কারণে সূর্যের আলো সহজে ছড়িয়ে পড়তে পারে।
তাই আপনার ছায়া খুব বেশি অন্ধকারাচ্ছন্ন হবে না। কিন্তু চাঁদে তো কোন বায়ুমণ্ডল নেই। তাই চাঁদের সূর্যের আলো পৃথিবীর মতো ছড়িয়ে পড়তে পারে না।
যার কারনে আপনার ছায়াটি অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন হবে। চাঁদ জয় করা নভোচারী নীল আর্মস্ট্রং বলেছেন চাঁদে তার ছায়া এত অন্ধকারাচ্ছন্ন ছিল যে তিনি কোন দিকে যাচ্ছেন তা বুঝতে সমস্যা হচ্ছিল।
২। www এর উদ্ভাবক URL সেটাপের জন্য অনুশোচনা করেছেন
অবিশ্বাস্য হলেও সত্যি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(www) এর আবিষ্কারক তার URL সেটাপের জন্য অনুসূচনা করেছেন।
Team burners lee ছিলেন www এর আবিষ্কারক। তিনি স্বীকার করেছেন যে একটি বিষয় নিয়ে তিনি তার জীবনে প্রচুর অনুশোচনা করেছেন।
আর সে বিষয়টি হলো ওয়েব ঠিকানায় https এরপরে // যুক্ত করা। তিনি এ ব্যাপার নিয়ে কথা বলার সময় বলেন বিষয়টি প্রোগ্রামিং এর জন্য খুবই উপযোগী ছিল। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি কষ্টকর ও বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৩। স্ট্যাচু অফ লিবার্টিকে দীর্ঘদিন বাতিঘর হিসেবে ব্যবহার করা হয়েছে
অবিশ্বাস্য হলেও সত্যি যে স্ট্যাচু অব লিবার্টিকে দীর্ঘদিন বাতিঘর হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণে পরে প্রায় ১৫-১৬ বছর পর্যন্ত এটিকে বাতিঘর হিসেবে ব্যবহার করা হয়।
এর মশালটি প্রায় ২৪-২৫ মাইল দূর থেকে দেখা যেত।
৪। স্ট্রবেরি কিন্তু বেরি নয়
নামের সাথে বেরি যুক্ত থাকলেও স্ট্রবেরি কিন্তু আসলে প্রকৃত বেরি নয়। শুধু স্ট্রবেরি নয় ব্ল্যাকবেরিও আসলে প্রকৃত বেরি নয়। প্রকৃত বেরি হচ্ছে তারাই যাদের ফুল একক গর্ভাশয় বিশিষ্ট থাকে।
একই সাথে তাদের বীজের সংখ্যা কমপক্ষে ২ বা ততোধিক। সেই হিসাবে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি প্রকৃত বেরি নয়। কিন্তু কলা, তরমুজ এদের নামের সাথে বেরি যুক্ত না থাকলেও এরা প্রকৃত বেরি।
৫। আইফেল টাওয়ার মূলত বার্সেলোনার উদ্দেশ্যে নকশা করা হয়েছিল
আইফেল টাওয়ারটি প্রথমে মূলত স্পেনের বার্সেলোনা শহরের জন্য নকশা করা হয়েছিল। কিন্তু তৎকালীন স্পানিশ সরকার নকশাটিকে অপছন্দ করে। যার কারণে পরবর্তীতে এটি ফ্রান্সে পাঠানো হয়।
৬। ব্রিটিশ সামরিক ট্যাংকের ভিতর চা পান এর সুব্যবস্থা রয়েছে
সৈনিকরা যুদ্ধক্ষেত্রে ব্যস্ত থাকলেও তারা তো আমাদের মতই মানুষ। তাই তাদের আমাদের মত যখন তখন চা-কফি পান করতে ইচ্ছা করতে পারে।
এই বিষয়টি মাথায় রেখে ব্রিটিশ সামরিক ট্যাংকের ভিতরে চা পান করার ব্যবস্থা রাখা হয়েছে। এর ভিতর একটি পাত্রে ফুটন্ত পানি থাকে।
যার কারণে এর ভিতরে থাকা সৈনিকেরা যখন তখন চা-কফি পান করতে পারে।
৭। শিকাগোর উইলিস টাওয়ার থেকে চারটি রাজ্য দেখা যায়
শিকাগোর উইলিস টাওয়ার থেকে আপনি এর আশেপাশের চারটি রাজ্য দেখতে পারবেন। তবে তা দেখার জন্য আপনাকে অবশ্যই একটি রৌদ্রোজ্জ্বল দিন নির্বাচন করতে হবে।
৮। বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমান ট্রিপ
সারা বিশ্বই আজ একে অপরের সাথে বাণিজ্যিক জালে যুক্ত। বিশ্ব বাণিজ্যের সাথে বিমানের ব্যবহার অনেক আগে থেকেই জড়িয়ে আছে।
তবে স্কটিশ বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমান ট্রিপ ব্যবহার করে। পথের দূরত্ব ছিল মাত্র ২ মাইলেরও কম। আর এই ট্রিপে সময় লাগে মাত্র ৯০ সেকেন্ডের মত।
৯। পাসপোর্ট এর রং কেন গোলাপি বা হলুদ হয় না
আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন বিশ্বের প্রায় সকল দেশেই লাল, নীল এবং সবুজ রঙের পাসপোর্ট ব্যবহার করা হয়।
কিন্তু হলুদ বা গোলাপি রঙের পাসপোর্ট কোন দেশ ব্যবহার করেনা। এর মূল কারণ হলো লাল, নীল এবং সবুজ রংকে বিশ্বের বিভিন্ন দেশ অফিশিয়াল রং মনে করে।
তাছাড়াও ডার্ক লাল, নীল ও সবুজ রঙে ময়লা পড়লেও কেমন ভাবে বোঝা যায় না।
১০। একটি শব্দের সর্বোচ্চ প্রতিশব্দ
আচ্ছা একটি শব্দের সাধারণত কতগুলি প্রতিশব্দ থাকে? ১০টি, ১৫টি, ২০টি নাকি আরও বেশি।
স্কটল্যান্ড এর লোকেরা একটি শব্দের জন্যে প্রায় ৪০০ প্রতিশব্দ ব্যবহার করে। শব্দটি হল বরফ বা তুষার।
এখন আপনার পছন্দমত যেকোনো একটি প্রতিশব্দ আপনি ব্যবহার করতে পারেন।
১১। গ্রিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান অবস্থিত
আপনি জানেন কি বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান গ্রিনল্যান্ডে অবস্থিত। উত্তরপূর্ব গ্রিনল্যান্ডে এই উদ্যানটি অবস্থিত। এটি একটি দ্বীপে অবস্থিত, যদিও গ্রিনল্যান্ডই একটি দ্বীপ।
এই উদ্যানের আয়তন ৩৭৫০০০ বর্গমাইল। চাইলে আপনি এখান থেকে ঘুরে আসতে পারেন।
১২। বিশ্বের ৫টি দেশের কোন বিমানবন্দর নেই
আপনি যদি ভ্রমণপিপাসু মানুষ হন এবং বিমানে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ বোধ করেন, তবে বিশ্বের পাঁচটি দেশ আপনাকে এড়িয়ে চলতে হবে। কারণ এই দেশগুলোর কোন বিমানবন্দর নেই।
এই দেশ ৫টি হল-
- ভ্যাটিকান সিটি
- সান মেরিনো
- মোনাকো
- লিচেনস্টেইন
- আন্ডেরা
১৩। ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ন কোনটি?
আপনাকে যদি প্রশ্ন করি বলুনতো ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ কোনটি? হয়তো অধিকাংশ মানুষই তাদের উত্তর হিসেবে Z এর কথা বলবে।
কিন্তু মজার বিষয় হলো Z কিন্তু ইংরেজি বর্ণমালা সর্বশেষ বর্ণ নয়। ইংরেজি বর্ণমালা সবার শেষে যোগ করা হয় J।
১৪। পৃথিবীর সবচেয়ে ছোট রেলপথ
পৃথিবীর সবচেয়ে ছোট রেলপথ হলো fishermen’s one clif railway। এটি ইংল্যান্ডে অবস্থিত। এটি পার হতে এক মিনিটেরও কম সময় লাগে।