মাথার চুল পাকে কেন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুলে রুপালি রঙের ছোঁয়া লাগে। কিন্তু কালো এভাবে সাদা হয় কি করে?
চুলের কালো রঙের জন্য দায়ী মেলানিন।
এই মেলানিন তৈরি কতটা হবে তা নির্ভর করে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের ওপরে। এই হরমোন তৈরি করে আমাদের দেহের পিটুইটারি গ্রন্থি। বয়স বাড়লে এই হরমোন কম বেরোয়। তাই মেলানিন তৈরির হার এবং পরিমাণ কমে যায়।
তখন মেলানোসাইট কোষগুলো থেকে মেলানিন সরে যায়, তার জায়গা দখল করে সূক্ষ্ম বাতাসের কণা। ফলে চুল সাদা দেখায়। অনেকের আবার অল্প বয়সেই চুলে পাক ধরে। এর অনেক কারণ আছে।
কোনো শারীরিক কারণে মেলানিন ঠিক মতো তৈরি হয় না, কারো শরীরের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম বেরোয়, কারো বা বংশগত কারণে মেলানিন কম থাকে। কারো দেহে ঠিকমত ভিটামিন বি-১২ শোষিত হয় না। এই ভিটামিন শক্তি উৎপাদন ও চুলের স্বাস্থকর অবস্থা বজায় রাখতে সাহায্য করে।
অতিরিক্ত মানসিক বা শারীরিক পরিশ্রম যাদের বেশি হয় তাদের শরীরে অ্যাডরেনালিন এবং কর্টিকোস্টেরয়েড নামে দুটি হরমোন বেশি ক্ষরণ হয়।
এ দুটি হরমোন আবার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে মেলানিন কম তৈরি হয়।