শ্রদ্ধাঞ্জলী তোমাকে
লেখক,
আখতারুল ইসলাম খোন্দকার
তুমি বিশাল সুমুদ্রের ঢেউ
অসিম দুরত্বের আকাশ
কাল বৈশাখীর প্রলয়নকারী পূর্বাভাস।
তুমি ধ্বংস যজ্ঞ হারিকেন ঝড়
হটাৎ থমকে আসা দমকা বাতাস,
কড়াঁল গ্রাসের বণ্যা
শক্তিশালি হানিফ পালোয়ান।
তুমি হিংস্র পশুর চেয়েও ধুত্তোর
বিশাক্ত স্বপের্র ন্যায় দুর্জন
মীরজাফরের মতো স্বার্থপর।
তুমি অনবদ্য সুন্দরী প্রখর বুদ্ধিমতী
তুলনাহীন এক নরম মাংসপিণ্ড,
দারুন স্বাদ যুক্ত তোমার প্রতিটি অংগ
লোভনীয় রসো কদম
দিল্লীকা লাড্ডু
উৎকৃষ্ট মালাই বরফ।
তুমি অসংখ্য নোবেলবিজয়ী অভিনেত্রী
অগ্রজ মহীয়সী নারী
তোমার কাছে মহাবীরও পরাভূত,
সবাই তোমারই পুঁজা করে।
তুমি বেচেঁ থাকার অবলম্বন
চলার পথে অনবদ্য সঙ্গী
প্রজননের এক মাত্র বাহক
মানুষ তৈরির শ্রেষ্ঠ শিক্ষক
পৃথিবীর সৌন্দর্য বধর্ক
পূরুষের পার্শ্বে অবিচ্ছেদ্য অঙ্গ
তামান দুনিয়ার চেয়েও মূল্যবান বস্তু।
তুমি কখুনো কারো মা,বোন,পত্নী
শুখ-শান্তির নিকেতন
সকল কিছুর উর্দ্ধে —-,
তোমাকে নিয়ে আমার অহংকার
গর্ববোধ টুকুও অসম্ভব রকমের
তুমি পারোও………..
তাই শ্রাদ্ধাঞ্জলী তোমাকে।