ডিভোর্স – কবিতা

ওসব এখন বেশ পুরনো ,

পুরনো সম্পর্কপুরনো চিঠিপত্র .

পুরনো স্মৃতি

পুরনো আসবাব কিংবা নির্মাণ 

ওসব মান্ধাতার আমলের!

চলে না! এখননূতন এম্বিশন‘–

আর বৃদ্ধ মাবাবাতাদের জন্য উপযুক্ত স্থান বৃদ্ধাশ্রম!

সেই ভালো….! এখনকার ট্রেডিশন যা 

তা আপনার মানতেই হবে

আধুনিক সভ্যতার সাথে খাপখাওয়াতে হলে

হুম, তা ঠিকদেওয়ালে চুনকালি মাখানোর যুগ 

এখন শেষ, কিংবা আসবাবপত্র মেরামত

ঘরের চৌকাঠই যখন বদলে যাচ্ছে হারহামেশাই!

মানে টিকছে না!–‘নূতন ট্রেডিশন‘!

অবশ্যি সেকথা ভেবেই যেন আমি সালমান খান

বিয়ের পিঁড়েতে বসি বসি করেও আজ অব্দি 

যা এখনো সম্ভবপর হয়ে ওঠেনি

আর যাই হোক্ আমি বাস্তবজীবনে 

সংসার করার 

এই সত্যি নামের মিথ্যে অভিনয়টুকু অনন্ত অনন্ত না করলাম

সত্যিই! তুমি রিয়েল হিরো

 

লেখক,

সোহেল রানা

READ MORE:  মিলির হারিয়ে যাওয়া