শক্তি

লেখক,

নীরব মজুমদার

 

আর কোনো কিছুর আশায়, কখনো বুক বাঁধবো না

কেউ ভুলে যেতে চাইলে, মুখ লুকিয়ে কাঁদবো না

শুনেছি- ছিঁড়ে না কখনো সুরের বাঁধন

যার জন্যই এত সুরের সাধন,

এতেও কিছু না হলে, আর না হয় গলা সাধবো না

তারপরও আমি কাঁদবো না।

গিটারের তারগুলো আমার কষ্ট বুঝে,

তাই আমার মধ্যেই তারা, বেদনার সুর খুঁজে

সেই তারগুলোও যদি যায় ছিঁড়ে-

আমিও না হয় মিশে যাবো- হারানোদের ভিড়ে

 

READ MORE:  গল্প | কলেজের সিনিয়র আপুর ক্রাশ- পর্ব ১