স্বাস্থ্য

অ্যাপেন্ডিসাইটিস কি? এটি থেকে বাঁচার উপায়

অ্যাপেন্ডিক্স হচ্ছে সিকাম-এর (বৃহদন্ত্রের শুরুতে একটা একদিক খােলা থলি) সঙ্গে যুক্ত সরু নলের মত অঙ্গ, যা বৃহদন্ত্রের (লার্জ ইন্টেস্টাইন) একটা অংশ। এটা পেটের নীচের ডান দিকে (বুক আর শ্রোণীচক্রের মধ্যবর্তী এলাকা) অবস্থিত। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স-এর। সঠিক ভূমিকা অজানা, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে, এটা হজমে সাহায্য করে। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে একটা জরুরি অবস্থা যাতে অ্যাপেন্ডিক্স উত্তপ্ত হয় এবং পেটের নীচের ডানদিকে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। এছাড়া, অ্যাপেন্ডিসাইটিস থাকা ব্যক্তিরা অন্যান্য উপসর্গ, যেমন বমি, জ্বর, এবং পিঠের নীচের অংশে ব্যথা অনুভব করেন। রােগ সনাক্ত করার জন্য, ডাক্তাররা লক্ষণ এবং উপসর্গগুলি খোঁজেন, একটা ক্লিনিক্যাল পরীক্ষা করান এবং যদি দরকার হয়, আলট্রাসাউন্ড, ল্যাব পরীক্ষা বা সিটি স্ক্যান-এর পরামর্শ দেন। অ্যাপেন্ডিক্টোমি বা অ্যাপেন্ডিসেক্টোমি হচ্ছে একটা অস্ত্রোপচারমূলক প্রক্রিয়া যেখানে অ্যাপেন্ডিক্স বার করে দেবার জন্য তলপেটে একটা কাটা বা ছেদ করা হয়। কিছু ক্ষেত্রে, একটা অ্যান্টিবায়ােটিক থেরাপিও ব্যবহার করা হয়। যখন অ্যাপেন্ডিক্স-এর সরু নল মল অথবা খাবারে বন্ধ হয়ে যায়, এটা ফেটে যেতে পারে এবং ভিতরের বস্তুগুলাে চারপাশের পৈটিক টিস্যুগুলিতে ছড়াতে পারে যার ফলে একটা সংক্রমণ ঘটাতে পারে। এই রকম কোনও ক্ষেত্রে, সময়মত এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা জরুরি।

 

অ্যাপেন্ডিসাইটিস এর উপসর্গ 

 

পেটের নীচের ডানদিকে ব্যথা অ্যাপেন্ডিসাইটিস-এর বৈশিষ্ট্য। যাই হােক, আপনি এর সাথে যুক্ত অন্যান্য উপসর্গও অনুভব করতে পারেন, যেমনঃ 

 

  • পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্য (পায়খানা শক্ত

হওয়া)। 

 

  • অল্পমাত্রার জ্বর। 

 

  • বমি বমি ভাব এবং বমি করা। 

 

  • খিদে না হওয়া। 

 

  • পৈটিক স্ফীতি (ফোলা)।

 

  • ফুলে ওঠা বা গ্যাস বার করতে অক্ষমতা।

 

  • নাভির চারপাশের ব্যথা পেটের নীচের ডানদিকে এগােতে থাকা। অ্যাপেন্ডিসাইটিস-এর উপসর্গগুলি হাঁটাচলা, তলপেটে চাপ দেওয়া কিংবা কাশতে থাকায় আরও খারাপ হতে পারে।

 

READ MORE:  মানসিক স্বাস্থ্য বিষয়ক ১২টি শক্তিশালী উক্তি

অ্যাপেন্ডিসাইটিস এর চিকিৎসা 

 

  • ল্যাপারােস্কপিক অস্ত্রোপচার এটা সবচেয়ে পছন্দের পদ্ধতি যেহেতু এটার পরে সেরে উঠতে অপেক্ষাকৃত কম সময় লাগে। এই অস্ত্রোপচারে, পেটের মধ্যে ছােট কয়েকটা ছিদ্রের মাধ্যমে অ্যাপেন্ডিক্স-এর সঠিক অবস্থান খুঁজে বার করা এবং অপসারণ (বার করা) করার জন্য বিশেষ যন্ত্রপাতি এবং একটা সংযুক্ত ক্যামেরাসহ

একটা নমনীয় নল ব্যবহার করা হয়। 

 

  • ল্যাপারােটোমি

 

এই অস্ত্রোপচারে, অ্যাপেন্ডিক্স বাদ দেবার জন্য ডাক্তার একটা মাত্র ছিদ্র করেন। পেটের নীচে ডানদিকে একটা কর্তন (কাটা) করা হয়। পেরিটোনাইটিস – পেটের গহ্বরের (গর্তে) ভিতরের ঝিল্লি বা আবরণের সংক্রমণ উপস্থিত থাকলে এই

প্রক্রিয়া আরও পছন্দসই হয়।

 

  • খােলা অস্ত্রোপচার ল্যাপারােস্কপির বদলে খােলা অস্ত্রোপচার সম্পাদন করা হয় যখনঃ

 

০ অ্যাপেন্ডিসাইটিস থাকা ব্যক্তিটির আগেও

পৈটিক অস্ত্রোপচার হয়েছে। 

 

০ অ্যাপেন্ডিক্স-এ অ্যাপেন্ডিক্স মাস (পিণ্ড) বলে।

কথিত একটা ডেলা বৃদ্ধি পেয়েছে।

 

০ অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছে।

 

জীবনধারা সামলানাে

 

চিকিৎসার পরে একবার যদি আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় নীচের পরামর্শগুলি আপনাকে সেরে উঠতে সাহায্য করতে পারেঃ

 

  • কোনও অ্যান্টিবায়ােটিক গ্রহণ করবেন না যতক্ষণ সেগুলাের জন্য আপনার ডাক্তার বিধান দিচ্ছেন। 

 

  • যদি তখনও আপনার জ্বর থাকে প্রতি 2 ঘন্টা

অন্তর আপনার গায়ের তাপের একটা রেকর্ড রাখুন। ডাক্তারকে আপনার পরবর্তী দেখানাের সময় এটা সঙ্গে আনুন। 

 

  • পেইনকিলার ব্যবহার করবেন না। ব্যথার জন্য ওষুধ নেওয়া হলে অ্যাপেন্ডিসাইটিস ভাল না খারাপের দিকে যাচ্ছে সেটা সনাক্ত করা মুশকিল হতে পারে। 

 

  • পরের দিন যদি আর একটা স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনি যান কিছু পান করবেন না বা খাবেন না। 

 

  • জোলাপ (পায়খানা সাফ করার বড়ি বা ওষুধ) বা এনিমা (মল বার করার জন্য মলদ্বারের মাধ্যমে ঢােকানাে তরল বা গ্যাস) ব্যবহার করবেন না; একটা ফাটা অ্যাপেন্ডিক্স-এর বিপদ সেগুলাে বাড়াতে পারে। 
READ MORE:  বাজারের কোন টুথপেষ্ট আপনার দাঁতের জন্য ভালো?

 

  • প্রচুর বিশ্রাম নিন এবং যথেষ্ট ঘুমান। এটা একটা অ্যাপেন্ডিক্টোমি থেকে দ্রুততর সেরে ওঠায় সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *