সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন গজল লিরিক্স

সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন

 

 

সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন

সালাত তোমার জিবন জুড়ে খুসবু প্রতি দিনা।

জায়নামাজে শান্তি বিলায় চিত্তে শিমাহীন

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়

দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়।

আজকে রুকু সেজদা কর 

নিজ পরিচয় আকড়ে ধর ।

হবেনা বিলিন,,,,,,,, ঐ

সালাত তোমার অংগে মাখ

সংগে রাখ তবে তো মুমিন ।

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

সালাত কায়েম কর সালাত কায়েম কর (২বার)

হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি (২বার)

দেবে কাল হাসরে শিতল ছায়া আরসে আজিম

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ

পড়লে সালাত রয় দুরে রয় মন্দ যত কাজ ।

পাঁচ প্রহরে সালাত পড় আত্তাকে সমরিদ্ব কর।

যেমন সালে হিন ..

সালাত তোমার অংগে মাখ

সংগে রাখ তবে তো মুমিন ঐ

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

রব্বি আল আলা,,,,,, রব্বি আল আজিম।

READ MORE:  বাংলা উচ্চারণসহ আযান ও ইকামত