ইতিহাস

খুলাফায়ে রাশেদিন কারা ছিলেন – Khulafa-i-Rashidun

মহানবি হযরত মুহাম্মদ (স)-এর ওফাতের পরবর্তীতে মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে চারজন খলিফা পালন করেন। তাঁরাই খুলাফায়ে রাশেদিন বা সত্য ও ন্যায়পথগামী নামে পরিচিত। 

তাঁরা হলেন হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) ও হযরত আলী (রা)। এই খলিফাগণ মহান আল্লাহ তায়ালা ও মহানবি (স)-এর দেখানো পথ অনুসারে রাষ্ট্র পরিচালনা করেন। তাঁরা ছিলেন নিষ্পাপ।

তাঁরা অনাড়ম্বর জীবনের অধিকারী ছিলেন। তাঁরা সকলেই মহানবি (স)-এর ঘনিষ্ঠজন ছিলেন। তবে ইসলামের একদল অনুসারী প্রথম তিনজন খলিফাকে স্বীকৃতি দেয়নি। তাছাড়া আরেকদল অনুসারী হযরত আলী (রা)-এর দল ত্যাগ করে।

এভাবে হযরত আলী (রা)-এর মৃত্যুর পর ৬৬১ খ্রিস্টাব্দে খিলাফতের পতন ঘটে। আর সূচিত হয় আমিরে মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত উমাইয়া রাজবংশের শাসনকাল।

READ MORE:  সুমেরীয় সভ্যতা (The Sumerian Civilization)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *