নামাজ ভালো গজল লিরিক্স

ও হে মুমিন খুদার নামে হাত দুটোকে তুলো
কিছুক্ষণ এর জন্যে না হয় দুনিয়া দাড়ি ভুলো

মনে রেখো কাজের থেকে নামাজ অনেক ভালো
এই নামাজই জালবে তুমার কবর জুরে আলো

মরার পরে বেহেশত পাবার কার না ইচ্ছে আছে
তার চাবি টাই নামাজ হয়ে আছে তুমার কাছে (২)

মনে রেখ কাজের থেকে নামাজ অনেক ভালো
এই নামাজই জালবে তুমার কবর জুরে আলো (২)

যার পেছনেই ছোটছো তুমি যাবে না তার সাথে
নামাজ শুধু রক্ষা কবছ হবে অপাড়েতে
মনে রেখ কাজের থেকে নামাজ অনেক ভালো

এই নামাজ জালবে তুমার কবর জুরে আলো (২)

Hmmm Hmmmmoo hmmmooo hmmm

READ MORE:  আযানের সহিহ্ জবাব