স্বাস্থ্য

দ্রুত ওজন বাড়াতে যা খাবেন

গুগল সার্চের পরিসংখ্যান মতে প্রতিদিন মানুষ মােটা হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ জানার জন্য যেসব কথা লিখে সার্চ করে। সেগুলাে হলাে,

• মােটা হওয়ার উপায়

সহজে মােটা হওয়ার উপায়

• ১মাসে মােটা হওয়ার টিপস = মােটা হতে হলে কি যেসব খাবার খাবাে

• মােটা হওয়ার ১০টি কার্যকরি টিপস

• মােটা হওয়ার ঔষধ

• স্থায়ী ভাবে মােটা হবার ঘরােয়া উপায়

• যেসব খাবার খেলে ওজন বাড়ে

আপনার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন উঁকিকি মারে, আপনি যদি স্থায়ীভাবে মােটা হবার প্রবল ইচ্ছে থাকে। আপনি যদি খুবই চিকন হয়ে থাকেন, লােকে আপনাকে দেখে চিকোন আলী বলে ঠাট্টা মশকরা করে। আপনি যদি আপনার গুঞ্জন বাড়িয়ে আরাে সুন্দর স্বাস্থবান সুঠাম দেহের অধিকারি হাতে চান তবে আপনার জন্য আজকের পোস্টটি।

আজ আপনাদের সাথে এমন কিছু খাবার নিয়ে আলােচনা করবাে যেসব খাবার নিয়মিত খেলে দ্রুত মোটা হওয়া সম্ভব।

  • দুধ
  • ভাতের মার (ভ্যান)
  • বাদাম
  • ডিম
  • পনির, মাখন | একটি
  • পাউরুটি
  • চিনি
  • কলা
  • আপেল
  •  ফলের রস

*** নিয়মিত খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link