চাকরির খবরকী এবং কেন?

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরির সুযোগ

বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের জনবল নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১২ টি পদে ১৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। 

 

১. পদের নাম: সচিব

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা বা প্রশাসন বা গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৬৬,০০০–৭৬,৪৯০ টাকা।

 

২. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সিএ বা সিএমএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা।

 

৩. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ইউআরপি বা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা

 

৪. পদের নাম: পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বা ইলকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। Oracle/LINUX/CISCO/Microsoft-এ সনদ থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটিসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা।

 

৫. পদের নাম: অতিরিক্ত পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা বা প্রশাসন বা গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

 

৬. পদের নাম: অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা বা প্রশাসন বা গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

 

৭. পদের নাম: উপসচিব (প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইন সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং প্রকিউরমেন্ট বিষয়ে অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

 

৮. পদের নাম: উপপরিচালক (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সিএ বা সিএমএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

 

৯. পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ইউআরপি বা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি অথবা অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

 

১০. পদের নাম: ডেপুটি রিসার্চ অফিসার বা উপপরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

 

১১. পদের নাম: উপপরিচালক বা সিনিয়র প্রোগ্রাম অফিসার (ইউডিএল)

পদসংখ্যা: ১

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বা ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। Oracle/LINUX/CISCO/Microsoft-এ সনদ থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটিসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা কম্পিউটার প্রোগ্রামার বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

 

১২. পদের নাম: সিনিয়র সহকারী সচিব বা সিনিয়র সহকারী পরিচালক

পদসংখ্যা: ৪

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা বা প্রশাসন বা গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

 

আবেদন যেভাবে

নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ পৃথক আবেদনপত্র কমিশনের সচিব বরাবর ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন পাঠাতে হবে। আবেদনপত্র দাখিলসংক্রান্ত তথ্য ছক, শর্তাবলি ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনাসংবলিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটের ‘ডাউনলোড’ নামক সেবা বক্সের বিজ্ঞপ্তি লিংক থেকে সংগ্রহ করা যাবে।

 

আবেদন ফি

১–৬ নম্বর পদের জন্য ১০০০ টাকা ও ৭–১২ নম্বর পদের জন্য ৮০০ টাকা মূল্যের পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে জমা দিতে হবে।

 

আবেদন পাঠানোর ঠিকানা

সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭।

 

আবেদন পাঠানোর শেষ সময়: আগামী ১১ জানুয়ারি ২০২২।

 

সূত্রঃ প্রথম আলো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link