ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্‌বি যদি আয়।।

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,
জয় করিল দিল রে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ্‌ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।

আজকে যত পাপী ও তাপী,
সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে লয়ে নাম,
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশ্‌তা সালাম জানায় নবীর পায়।।

কথা ও সূর: কাজী নজরুল ইসলাম

READ MORE:  Maula Ya Salli Wa Sallim Lyrics Bangla