ইসলামইসলামিক গজল

নবী মোর পরশ মনি lyrics

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেইজন
সেইতো দো-জাহানের ধনী

ওই নামে সুর ধরিয়া..
পাখি যায় গান করিয়া..
সে নামে মজনু হইলো
মাওলা আমার কাদের গনি
সে নামে মধু মাখা
সে নামে যাদু রাখা

ওই নামে আকুল হয়ে ফুল
ফোটে সোনার বরণী।

নবী মোর নূরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে
তারই নূরের রওশানী

চাঁদ সুরুজ গ্রহ তারা
তারই নুরের ইশারা

নইলে যে অন্ধকারে
ডুবিত এই ধরণী

নিদানে আখেরাতে
ত্বরাইতে ফুল ছিড়াতে

কান্ডারি হইয়া নবী
পার করিবে সেই ত্বরনি

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি.
নবী নাম জপে যেইজন
সেইতো দো-জাহানের ধনী

READ MORE:  তাহাজ্জুদ নামাজ কেন এত ফজিলতপূর্ণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *