জীবনীসাহিত্য

ড. এনায়েত উল্লাহ আব্বাসী জীবনী | Dr. Enayet Ullah Abbasi Biography

হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৈনপুরী (রঃ) ছিলেন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বংশধর, যার জন্য আল্লামা আব্বাসী হুজুরের নামের শেষে সিদ্দিকী দেওয়া হয়। তাঁর ৮ম কন্যা হাজেরা বিবি (রহ.)। তার পুত্র জহুরুদ্দিন আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে সিদ্দিক আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে। নেছার আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী (Dr. Enayet Ullah Abbasi)।

 

শিক্ষা জীবন

তিনি শায়খ আবুল হাসান আলী আল-নদভী সহ অসংখ্য স্কলারদের কাছ থেকে ইজাজা (লাইসেন্স বা সার্টিফিকেট) পেয়েছেন এবং লুখনউ বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি পেয়েছেন। এছাড়াও, তিনি ইসলামিক ইউনিভার্সিটি নদওয়াতুল ইসলামিক ফান্ডামেন্টাল বিষয়ে স্নাতকোত্তর এবং দাওয়া (বয়স) স্নাতকোত্তর করেছেন।

আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সরাসরি বংশধর এর প্রমাণের জন্য নিম্নের নছবনামা:

০১- মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।

০২- পিতা নেছার আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৩- তার পিতা সিদ্দিকী আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৪- তার পিতা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৫- তার পিতা ফাজেলে শেখ আহমাদ ঈসা আব্বাসী (রহঃ) ।

০৬- তার পিতা শেখ আলী হােছাইন আব্বাসী (রহঃ) ।

০৭- তার পিতা শেখ ইমাম আলী আব্বাসী (রহঃ) ।

০৮- তার পিতা শেখ গােলাম হােছাইন আব্বাসী (রহঃ) ।

০৯- তার পিতা ছায়াদ উল্লাহ আব্বাসী (রহঃ) ।

১০- তার পিতা ফায়েজ উল্লাহ আব্বাসী (রহঃ) ।

১১- তার পিতা শােকরুল্লাহ আব্বাসী (রহঃ) ।

১২- তার পিতা মুহাম্মাদ মুজতবা আব্বাসী (রহঃ) ।

১৩- তার পিতা মুফতী ইয়াহইয়া আব্বাসী (রহঃ) ।

১৪- তার পিতা মােল্লা আব্দুল হক আব্বাসী (রহঃ) ।

১৫- তার পিতা আবুল জালাল হামীদ আব্বাসী (রহঃ) ।

১৬- তার পিতা শেখ ইব্রাহীম আব্বাসী (রহঃ) ।

১৭- তার পিতা আবুল ফয়েজ রাজু আব্বাসী (রহঃ) ।

১৮- তার পিতা শেখ আবুল হাসান মুহাম্মাদ আব্বাসী (রহঃ) ।

১৯- তার পিতা কাজী মহিউদ্দীন নূর আব্বাসী (রহঃ) ।

২০- তার পিতা মাখছুমেনা আবুল-জালাল-ইসমাইল আব্বাসী (রহঃ)।

২১- তার পিতা আবুল আলা আয়াজ উদ্দীন আব্বাসী (রহঃ) ।

২২- তার পিতা আবুল জালাল ফখরুদ্দীন আব্বাসী (রহঃ) ।

২৩- তার পিতা ফাসিহ আব্বাসী (রহঃ) ।

২৪- তার পিতা আহমদ মালি আব্বাসী (রহঃ) ।

২৫- তার পিতা সালেহ আব্বাসী (রহঃ) ।

২৬- তার পিতা শরীফ আব্বাসী (রহঃ) ।

২৭- তার পিতা জায়েদ আব্বাসী (রহঃ) ।

২৮- তার পিতা ওমর আব্বাসী (রহঃ) ।

২৯- তার পিতা কাসেম আব্বাসী (রহঃ) ।

৩০- তার পিতা নিজাম উদ্দীন আব্বাসী (রহঃ) ।

৩১- তার পিতা জয়নাল আবদীন আব্বাসী (রহঃ) ।

৩২- তার পিতা হাসেম আমিরুল উমারা আব্বাসী (রহঃ) ।

৩৩- তার পিতা মুজাফফর আব্বাসী (রহঃ) ।

৩৪- তার পিতা জাফর আব্বাসী (রহঃ) ।

৩৫- তার পিতা আবুস সামাদ আব্বাসী (রহঃ) ।

৩৬- তার পিতা ইসমাইল আব্বাসী (রহঃ) ।

৩৭- তার পিতা মনছুর আব্বাসী (রহঃ) ।

৩৮- তার পিতা আব্দুল মালেক আব্বাসী (রহঃ) ।

৩৯- তার পিতা আবুল আব্বাস সাফফাহ আব্বাসী (রহঃ) ।

৪০- তার পিতা মােহাম্মাদ আব্বাসী (রহঃ) ।

৪১- তার পিতা আলী আব্বাসী (রহঃ) ।

৪২- তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ।

৪৩- তার পিতা সাইয়্যেদুনা আব্বাস রাদিআল্লাহু তায়ালা আনহু ।

৪৪- তার পিতা আবুল মুত্তালিব ।

৪৫- তার পিতা হাসেম ।

৪৬- তার পিতা আবদে মানাফ ।

৪৭- তার পিতা কুসাইব।

৪৮- তার পিতা কেলাব ।

৪৯- তার পিতা মােররাহ ।

৫০- তার পিতা কা’য়ব।

৫১- তার পিতা লুয়াইয়িত্তামিমিল কুরাইশী ।

 

আব্বাসি (Dr. Enayet Ullah Abbasi) পরিবারের ইতিহাস

মুসলিম: আরবি পারিবারিক নাম থেকে? আব্বাসী, ব্যক্তিগত নামের একটি উদ্ভূত? আব্বাস (আব্বাস দেখুন), যাকে বােঝানাে হচ্ছে? আব্বাস নামে পরিচিত কারাে বংশধর বা তার সাথে যুক্ত, বিশেষ করে খলিফদের আব্বাসীয় বংশের একজন বংশধর, যিনি ইসলামিক শাসন করেছিলেন বিশ্ব ৭৫০ থেকে, যখন তারা বাগদাদে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিল, ১২৫৮ সাল পর্যন্ত, যখন তারা মঙ্গোলদের দ্বারা ধ্বংস হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link