অপেক্ষা

কত বছর চেয়ে থাকলে, তুমি হবে মুগ্ধ?

কত যুগ পুড়লে অনলে, আমি হবো দগ্ধ…?

কত অবহেলা করার পর, তুমি হবে ক্লান্ত?

কত অপমান সইবার পর, আমি হবো শ্রান্ত..?

এবার সত্যিই চলে যাবো অনন্তের দেশ

কারণ- তুমি করে দিচ্ছো, আমার আয়ু শেষ।

লেখক,

নীরব মজুমদার

READ MORE:  স্বাধীন আবাস (১ম অংশ)