নিজেই হিসাব করুন FIFA Ranking
FOOTBALL POINT COUNT।
Football। Point। Count। How to count football match points? Own। FIFA । Ranking। Rules। Formula। Football। Point table।
জেনে নিন- কিভাবে ফিফা বিশ্বর্যাংকিং করা হয় এবং কিভাবেই বা পয়েন্ট হিসেব করা হয়।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৪ এপ্রিল, ২০১৯ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বেলজিয়াম শীর্ষস্থান দখল করে আছে।[২] বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়। র্যাঙ্কিংয়ের শীর্ষে ৮টি দল – আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং নেদারল্যান্ডস দখলে রেখেছে। তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে এ অবস্থানে ছিল।
পয়েন্ট পদ্ধতিতে ফিফা সদস্যভূক্ত সকল দেশের মধ্যেকার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফুটবল খেলার ফলাফলকে মূল্যায়ন করা হয়। ব্যবহৃত পদ্ধতিতে একটি দলের গত চার বছরের ফলাফলসহ সর্বশেষ ফলাফলকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ণের মাধ্যমে বর্তমানের র্যাঙ্কিংয়ে প্রতিফলন ঘটানো হয়।
> একটি খেলা থেকে কিভাবে পয়েন্ট গণনা করা হয়!!!
একটি খেলার পয়েন্ট গণনা হয় চারটি বিষয়ের উপর নির্ভর করে।
P = M x I x T x C
১) ম্যাচটা কি জিতেছিল, নাকি ড্র হয়েছিল? (M)
২) ম্যাচটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। (কোন ট্যুরনামেন্ট, ফ্রেন্ডলি, বিশ্বকাপ) (I)
৩) বিপক্ষের দল কতটা শক্তিশালী ছিল? (র্যাংকিং ভিক্তিতে) (T)
৪) কনফিডারেশন/জোন কি ছিল? (C)
> (M) ম্যাচের পয়েন্ট:
– জয়= ৩।
– ড্র= ১।
– হার= ০।
> (I): Importance of match
– ফ্রেন্ডশিপ ম্যাচ= (I) = 1.0
– বিশ্বকাপ বাছাই = (I) = 2.5
– কনফেডারেশন কাপ = (I) = 3.0
– বিশ্বকাপের খেলা = (I) = 4.0
> (T): প্রতিপক্ষ টিম/দলের শক্তি:
এ ক্ষেত্রে ফরমুলা ২০০ (২০০ দলের র্যাংকিং হিসেবে) বেজ করে হিসেব করা হয়।
উপরের সারির দলগুলোকে ২০০ বেজ এবং ১৫০ থেকে এর নিচের দল গুলোকে ৫০ বেজ করে হিসেব করা হয়।
> (C): Strength of confederation
দুটি দল কোন দুই জোনের ছিল। জোনের শক্তির উপর হিসেব করে এই পয়েন্ট হিসেব করা হয়। জোনের শক্তি নির্ধারন করা করা হয় সর্বশেষ তিন বিশ্বকাপে মোট ম্যাচ জয়ের হিসেবে।
সেক্ষেত্রে জোন গুলোর ভ্যালু দাড়ায়:
– UEFA/CONMEBOL 1.00
– CONCACAF 0.88
– AFC/CAF 0.86
-OFC 0.85
এবার আপনি নিজে নিজেই ফুটবলের পয়েন্ট গণনা করতে পারবেন।