ক্যাম্পাস ভিউ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), ২০০৯ এ কার্যক্রম শুরু করে। ফলিত বিজ্ঞান অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্যব্যবস্থাপনা এবং জীববিজ্ঞান অনুষদের অধীনে অণুজীব বিজ্ঞান ও মৎস্য বিভাগের মোট ২০৫ জন শিক্ষার্থীকে নিয়ে জুন ১০, ২০০৯ থেকে প্রথম ব্যাচের প্রথম বর্ষের ক্লাস বিশ্ববিদ্যালয়ের আমবটতলা ক্যাম্পাসে শুরু হয়।

অবস্থান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,স্বাধীনতা সড়ক যেটি চৌগাছা-চুড়ামনকাঠি সড়ক নামেও পরিচিত যশোর সদর, যশোর-এ অবস্থিত । যশোরের কেন্দ্র দড়াটানা থেকে এটি প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ।

অনুষদ ও বিভাগ সমূহ

যবিপ্রবির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
  • ইন্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE)
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
  • পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং(PME)
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE)
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (BME)
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE)

জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

  • ফার্মেসী(Pharm)
  • অণুজীব বিজ্ঞান (MB)
  • ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স(FMB)
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি(GEBT)

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

  • পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (EST)
  • পুষ্টি ও খাদ্য প্রযুক্তি(NFT)
  • Agro Product Processing Technology (APPT)

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

  • ইংরেজি (ENG)
  • বাংলা (Bangla)

স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ

  • শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (PESS)

বিজ্ঞান অনুষদ

  • রসায়ন বিজ্ঞান (Chem)
  • গনিত ও পরিসংখ্যান(Math)
  • পদার্থ বিজ্ঞান(Phy)

ব্যবসায় শিক্ষা অনুষদ

  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(AIS)
  • ফাইন্যান্স এন্ড ব্যাংকিং(FB)
  • ম্যানেজমেন্ট(MGT)
  • মার্কেটিং (MKT)


একাডেমিক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুষদ ভবন

যবিপ্রবি ক্যাম্পাসের উত্তরে অবস্থিত একটি নয় তলা ভবন । সব বিভাগের অফিস,পাঠদান কক্ষ ,এবং পরীক্ষাগার এই ভবনে । প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদের বিভাগসমূহ গ্রাউন্ড ফ্লোর, ১ম ও ২য় (আংশিক) ফ্লোরে। অন্যদিকে ,জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহ ২য় ও ৩য় (আংশিক) ফ্লোরে এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি এবং শারীরিক শিক্ষা ,ভাষা ও নৈতিক শিক্ষা অনুষদের বিভাগসমূহ অনুষদ ভবনের ৩য় ফ্লোরে ।

READ MORE:  মুজিবনগর বিশ্ববিদ্যালয়

কনফারেন্স

যবিপ্রবিতে বিভিন্ন সময়ে বহু জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে । ২০১২ তে , যবিপ্রবি ক্যাম্পাসে “গ্রিন কেমেস্ট্রি “নামে একটা আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয় ।

সমাবর্তন

যবিপ্রবিতে ১০ মে ,২০১৩ তে ১ম সমাবর্তন উদযাপন করে । ১ম সমাবর্তনে উপস্থিত ছিলেন – মহামান্য রাষ্ট্রপতির পক্ষে, মাননীয় শিক্ষামন্ত্রী মো.নুরুল ইসলাম নাহিদ । সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের প্রফেসর -ড . মুহাম্মদ জাফর ইকবাল ।

আবাসিক হল

শহীদ মসিয়ূর রহমান হল

শহীদ মসিয়ূর রহমান হল

এটি প্রায় ৫০০ ছাত্র ধারণক্ষমতা সম্পন্ন একটি ৫ তলা ভবন । এখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ছাত্ররা অনেক সুবিধা পেয়ে থাকে । যেমন – টিভি রুম ,রিডিং রুম ,ব্যায়ামগার ,ক্যান্টিন । হলে আবাসিক ছাত্রদের জন্য ফটোকপি ,প্রিন্ট এবং লন্ড্রি সুবিধা আছে । ছাত্র এবং আয়োজক কমিটি বৃন্দ বিভিন্ন সময় খেলা প্রতিযোগিতার আয়োজন করে থাকে ।

শেখ হাসিনা হল

এটিও ৫ তলা একটি ভবন ,যেটি ৫০০ ছাত্রী ধারণক্ষমতা সম্পন্ন এবং শুধুমাত্র ছাত্রিদের জন্য তৈরী একটি সুদৃশ্য ভবন । ছাত্রদের অনুরূপ সুবিধা এই হলে ছাত্রিরা পেয়ে থাকে ।

কেন্দ্রীয় লাইব্রেরী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী প্রশাসনিক ভবনের পাশে অবস্থিত । এখানে বর্তমানে প্রায় ২০,০০০ পুস্তক রয়েছে সকল ছাত্র-ছাত্রী এবং অনুষদের সদস্যদের জন্য । লাইব্রেরীতে প্রতি মাসে নতুন নতুন বই যোগ করা হচ্ছে । ছাত্র -ছাত্রী এবং অনুষদের সদস্যরা এখান থেকে বই পড়তে ও ধার নিতে পারে ।

টিএসসি এবং ক্যাফেটেরিয়া

এটি যবিপ্রবি ক্যাম্পাসের পূর্ব -পশ্চিম কোণে অবস্থিত একটি দ্বিতল ভবন । গ্রাউন্ড ফ্লোরে ক্যাফেটেরিয়া এবং ১ম ফ্লোরে টিএসসি । ছাত্র -ছাত্রী এবং কর্মকর্তা -কর্মচারী সকলেই এখানে ভোজন করতে পারেন ।

ডরমেটরি

এটি যবিপ্রবি ক্যম্পাসের দক্ষিণ -পূর্ব কোণে অবস্থিত ১০ তলা ভবন । এই ১০ তলা ডরমেটরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ।

READ MORE:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

কেন্দ্রীয় মসজিদ

এটি যবিপ্রবি ক্যাম্পাসের পশ্চিমে অবস্থিত । প্রতিদিন মুসলিম ছাত্র এবং শিক্ষকেরা এখানে সালাত আদায় করেন ।

অডিটরিয়াম

অনুষদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে একটি সুন্দর অডিটরিয়াম আছে । বিশেষ অনুষ্ঠান, যেমন: সেমিনার, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ইত্যাদি এখানে করা হয় । বর্তমানে আলাদা অডিটরিয়াম ভবন করা হচ্ছে । যা প্রশাসনিক ভবন এর পিছনে অবস্থিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *