ক্যাম্পাস ভিউ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৬ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয়। যা পূর্বে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ নামে পরিচিত ছিল।

 

ইতিহাস

বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত পূণ্যভূমি হাওর, সমতল ভূমি ও টিলাবেষ্টিত দু’টি পাতা একটি কুড়ির সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য ০২ নভেম্বর, ২০০৬ সালে বিলুপ্ত সিলেট সরকারি ভেটেরনারি কলেজকে একটি অনুষদে রূপান্তর করে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শুরুতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে পাল্লা দিয়ে ছয়টি অনুষদ চালু হয়। এসকল অনুষদের মাধ্যমে কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা ও কৃষি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষা দান, গবেষণা কার্য পরিচালনা করা হয়।

 

অবস্থান

সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ০৭ কিমি উত্তর-পূর্বে পাহাড় বেষ্টিত ৫০ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এখানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক ভবন ছাড়াও নির্মানাধীন রয়েছে আরও উন্নয়ন প্রকল্প। তামাবিল বাইপাস রাস্তার উত্তর পাশে বিকেএসপি, সিলেট এর পূর্ব পাশে ১২.২৯ একর ভূমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও গবেষণা মাঠ গড়ে তোলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান

এই কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৬ টি অনুষদ, ৪৭ টি বিভাগ, মাঠগবেষণা কেন্দ্রসহ উন্নত ল্যাবরেটরি। এছাড়া রয়েছে একটি ভেটেরনারি টিচিং হাসপাতাল।

 

অনুষদ এবং বিভাগসমূহ

অনুষদসমূহ

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ
কৃষি অনুষদ
মাৎস্য বিজ্ঞান অনুষদ
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ
জৈবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
পোস্টগ্রাজুয়েট স্টাডিজ

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ

 

এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ
ফিজিওলজি বিভাগ
ফার্মাকোলজি বিভাগ
মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগ
মহামারী-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগ
পশু পুষ্টি বিভাগ
প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগ
দুগ্ধ বিজ্ঞান বিভাগ
পোলট্রি সায়েন্স বিভাগ
জীনতত্ত্ব ও পশু প্রজনন বিভাগ
প্যারাসাইটোলজি বিভাগ
প্যাথলজি বিভাগ
মেডিসিন বিভাগ
সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ

কৃষি অনুষদ

কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগ
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগ
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ
উদ্যানতত্ত্ব বিভাগ
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগ
কীটতত্ত্ব বিভাগ
কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ
কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
কৃষি রসায়ন বিভাগ
মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগ

মাৎস্যবিজ্ঞান অনুষদ

 

মৎস্য চাষ বিভাগ
জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ
মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ
মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগ
মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ

 

কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগ
কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ
কৃষি পরিসংখ্যান বিভাগ
কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ
কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ

 

কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ
সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
কৃষিবিষয়ক নির্মাণ ও পরিবেশ প্রকৌশল বিভাগ
খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ

বায়োটেনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ

আণবিক জীববিজ্ঞান এবং জীনতত্ত্ব প্রকৌশল বিভাগ
উদ্ভিদ এবং পরিবেশগত জৈব প্রযুক্তি বিভাগ
প্রাণী ও মাছ জৈবপ্রযুক্তি
ফার্মাসিউটিকাল এবং শিল্প জৈবপ্রযুক্তি বিভাগ
ম্যাক্রোবায়াল জৈব প্রযুক্তি বিভাগ
জৈব রসায়ন ও রসায়ন বিভাগ

 

আবাসিক হলসমূহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

শাহ এ এম এস কিবরিয়া হল, তৎকালিন ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠাকালীন ছাত্র হল।

ছাত্র হল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
হুমায়ূন রশীদ চৌধুরী হল
শাহ এ. এম. এস. কিবরিয়া হল
আব্দুস সামাদ আজাদ হল
হযরত শাহপরাণ হল

ছাত্রী হল

সুহাসিনী দাস হল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
সুহাসিনী দাস হল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link