Make money OnlineSEO Tricks

গুগল এডসেন্স ইনকাম যেভাবে ৫ গুন বাড়িয়ে নিবেন | 5x Increase google adsense income

আপনি একজন google adsense ইউজার হিসেবে আজকের আর্টিকেলটি পড়তে এসেছেন। উদ্দেশ্য গুগল এডসেন্স ইনকাম বাড়ানো। আমরা google adsense approval পেয়ে যেমনটা খুশি হই। ঠিক সেভাবেই দমে যাই যখন ইনকাম চাহিদা মত হয়না। তবে কিছু ট্রিকস ফলো করলে সহজেই আপনি আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারেন। তবে চলুন দেখে আসি দারুণ কিছু উপায়- 

 

এডসেন্স যেভাবে কাজ করে

বিভিন্ন অ্যাডভারটাইজার অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসে বিভিন্ন অ্যাড, যেগুলো গুগল অ্যাডওয়ার্ড( Ad Word) ব্যবহার করে অ্যাড কোড তৈরি করে। এবং আপনাদের ওয়েবসাইটে অ্যাড-ওয়ার্ড থেকে স্পেশাল এডসেন্স কোড নিয়ে ফিড দেয়া হয়। মানে প্রবেশ করানো হয়। সেখান থেকেই সাইটে অ্যাড চলে। আবার আর্টিকেলের ভিতরে এডসেন্স অ্যাড শো করানোর জন্য Blogger এর লে-আউট এ গিয়ে, তারপর Post Body লে-আউট থেকে কাস্টমাইজ করে নিতে হয়। অথবা অটু এড চালু থাকলে অটোম্যাটিক্যালি এড চলবে।

নতুন ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য গুগল এডসেন্স সবচেয়ে দ্রুত ইনকাম করার পন্থা। তো কেন শুধুমাত্র নতুন ওয়েবসাইটই গুগল এডসেন্স ব্যবহার দ্রুত পদ্ধতিতে আয় করার একমাত্র উপায় হবে? 

তার কারণ নতুন ওয়েবসাইটগুলোতে স্বভাবতই কোন স্পন্সর কন্টেন্ট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে না। থাকলেও সেগুলো বেশিরভাগ কাজে দেয় না। তবে সে ক্ষেত্রে এডসেন্স কোনো একটি র্যাংক করা সাইট আর বিগিনার সকল সাইটকে সমান ভাবে গুরুত্ব দেয়। একটি পুরোনো সাইটের সমতুল্য ভিজিটর নতুন সাইটে থাকলে গুগল অ্যাডসেন্স থেকে আয় একই রকম করা সম্ভব।

 

 

গুগল এডসেন্স ইনকাম যেভাবে বাড়িয়ে নিবেন (Increase google adsense income)

 

(১) Ad placement অথবা Auto ads

একটি আর্টিকেলে বা পেজে ৩ থেকে ৪ টি বিজ্ঞাপন ব্যবহার করবেন। প্রথম প্যারাগ্রাফ এ একটি display ad অবশ্যই দেখাবেন। Targeted এবং user focused ads ব্যবহার করলে বিজ্ঞাপনে বেশি পরিমানে ক্লিক পড়ে, যার ফলে আপনার ইনকাম বেড়ে যায়।

READ MORE:  কয়েকটি হাইপেইড অনলাইন ইনকাম সাইট যা আগে দেখেননি online earning websites

এছাড়া Google AdSense এ auto ads নামে একটি অপশন রয়েছে। যেটা active করে দিলে আপনার ব্লগ ওয়েবসাইটের আর্টিকেল সহ বিভিন্ন জায়গায় বিঙ্গপন দেখাবে। মনে রাখবেন ব্লগের জন্য এই ধরনের auto ads ব্যবহার করা খুব লাভ জনক। ব্লগে বা আর্টিকেলে অধিক পরিমানে বিজ্ঞাপন দেখানোর কোনো দরকার নেই। ২ থেকে ৩ টি auto ads বসাবেন। তাছাড়া auto ads active করে ভিজিটরদের সুবিধা বুঝে তাদেরকে High CPC বিজ্ঞাপন দেখাতে হবে। এতে করে ইনকাম বেড়ে যাবে।

 

 

(২) বিভিন্ন বিজ্ঞাপনের ধরণ

মনে রাখবেন ২ থেকে ৩ টি ad units ব্যবহার করে সেখানে ২ টি display / text ad units ব্যবহার করবেন এবং বাকি ২ টি link ads ব্যবহার করবেন। আর্টিকেলের মধ্যে এবং উপরে বিজ্ঞাপন গুলো ভালো ভাবে প্লেসমেন্ট করবেন। এতে আপনার ads এ বেশি ক্লিক পড়বে এবং CPC বেশি পাবেন।

আপনি যদি একটি কষ্ট করে adsense ads এবং ads placement এই সাধারণ বিষয়ের দিকে একটি ধ্যান দেন তাহালে আপনার এডসেন্সের ইনকাম ৪০% বেড়ে যাবে। কম সংখ্যক বিজ্ঞাপন ব্যবহার করলে আর্টিকেলের ভিজিটরর্সদের টার্গেটেড বিজ্ঞাপন গুলো দেখানো হয়। যার ফলে বিজ্ঞাপনে Click বেশি পড়বে এবং CPC (cost per click) অনেক বেশি হবে।

উপরের নিয়ম গুলো ব্যবহার করলে আপনার এডসেন্স এর ইনকাম ২০% থেকে ৩০% বেড়ে যাবে। তাছাড়া আমি কিন্ত এখনো adsense এর ইনকাম বৃদ্ধি করার Official মাধ্যম বা নিয়মের কথা বলেনি।

 

 

(৩) AdSense ads optimization করে আয় বৃদ্ধি করুন (increase Adsense income)

 

google adsense এ নতুন একটি অপশন Optimization <> ad balance যুক্ত করা হয়েছে। এই ad balance অপশনে গিয়ে আপনি ব্লগের দেখানো এডসেন্স এডস এর পরিমানে কমিয়ে, যে সকল বিজ্ঞাপন কোম্পানি গুলোর এডস এ বেশি টাকা দেয় সেই এডস গুলো দেখাতে পারবেন। যার ফলে google adsense থেকে আর বেশি হবে।

READ MORE:  Most Searched Keywords in Bengali | গুগলে সর্বাধিক খোঁজা কিয়ার্ড

এছাড়া এতে করে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন গুলো আপনার ব্লগে দেখানো হবে না। এতে করে ভিজিটরদের আর্টিকেল গুলো পড়তে কোনো অসুবিধা হবে না। তাছাড়া যে বিজ্ঞাপন গুলো ব্লগে দেখানো হবে সেগুলো সব High CPC Ads হবে। সেহেতু এডসেন্স থরকে বেশি টাকা আয় হবে।

যেভাবে AdSense ads optimization করবেন?

প্রথমে আপনি গুগল এডসেন্স একাউন্টে লগইন করুন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। এবার আপনার AdSense account dashboard এর বাম দিকে Optimization বলে একটি অপশন দেখতে পাবেন।

Optimization অপশনে ক্লিক করার পরে আপনি Experiments বলে একটি অপশন দেখতে পাবেন। আপনি Experiments অপশনে ক্লিক করার পরে আরো দুইটি Blocking controls এবং ad balance অপশন দেখতে পাবেন। আপনি ad balance অপশনে ক্লিক করবেন।

এবার আপনার সামনে নতুন দুইটি option দেখানো হবে। যথা-

  • Current setting
  • Experiment setting

এখানে Experiment setting থেকে ad fill rate 70% থেকে 80% এ সেট করে নিচে Create অপশনে click করুন।

 

Create অপশনে click করার পরে আপনি ad balance Experiment এর status অপশনটি দেখতে পাবেন। সেখানে running লেখা মানে আপনার সেট করা Experiment চলছে।

এতে এডসেন্স বিজ্ঞাপনের fill rate 70% থেকে 80% যেটা আপনি নির্নয় করেছেন সেটা সেট হয়ে যাবে। এটার মানে high playing ads গুলো আপনার ব্লগে বা ওয়েবসাইটে চলবে। ফলে আপনার ব্লগে high cpc এবং সব চেয়ে বেশি টাকা দেওয়া বিজ্ঞাপন গুলো দেখানো হবে। আর এ কারণে আপনার এডসেন্স থেকে ইনকাম বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *