বিউটি টিপস

ঘরেই বানিয়ে ফেলুন লিপস্টিক

লিপস্টিক মেয়েদের খুবই পছন্দের একটি প্রশাধনী সামগ্রী৷ বাজারে তৈরি লিপস্টিকে নানা সময় অনেক ক্ষতিজনক উপাদান পাওয়া যায়। আপনি কি জানেন? ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন লিপস্টিক। চলুন ঘরে বসে নিজের মনের মতো লিপস্টিক তৈরি শিখে নেওয়া যাক। 

 

প্রথমে একটি কাঁচের পাত্র নিন। এর মধ্যে একটু ম্যাট ফাউন্ডেশন ঢেলে নিন।

 

– পছন্দমত কালারের (যে কালারের লিকুইড লিপস্টিক তৈরি করতে চাচ্ছেন) পুরোনো আইশ্যাডো নিন। খেয়াল রাখবেন, আইশ্যাডোটি যেন ম্যাট হয়।

 

– এবার একটি ছোট চামচের সাহায্যে আইশ্যাডোটি গুড়ো করে তুলে নিন এবং সেই বাটিতে রাখুন।

 

– ফাউন্ডেশনের সাথে আইশ্যাডো ভালোভাবে মিশিয়ে নিন। যেন দানাদানা ভাব না থাকে।

 

– এরপর, এর মধ্যে ৩-৪ ড্রপ কোকোনাট অয়েল দিন। কোকোনাট অয়েল মিশ্রনটিকে ড্রাই হওয়া থেকে রোধ করবে।

 

– সুগন্ধ চাইলে ১ – ২ ফোটা এসেনশিয়াল অয়েল যোগ করুন।  সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।

 

– ব্যাস আপনার ম্যাট লিকুইড লিপস্টিক তৈরি। এবার এটিকে পরিষ্কার পুরোনো লিপগ্লসের টিউবে ভরে নিন। অথবা ছোট কৌটাতে সংরক্ষণ করতে পারেন।

 

এই তো জেনে নিলেন, কীভাবে নিজেই ম্যাট লিকুইড লিপস্টিক তৈরি করতে পারবেন। এই ম্যাট লিকুইড লিপস্টিকটিও লং লাস্টিং, পিগমেন্টেড হবে এবং ঠোটে ব্যবহার করার পর ম্যাট থাকবে।সবথেকে বড় কথা, এটি খুবই কম খরচে তৈরি করা যায় এবং এর মেয়াদ এতে তৈরি উপকরণের মেয়াদের মতোই থাকবে।  এখন থেকে নিজের পছন্দের কালার নিজেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার কম খরচে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link