কবিতাসাহিত্য

হে পৃথিবী

হে পৃথিবী,
তুমি কি চিনেছ আমায়?
আমি তোমার বুকে জন্মানো বৃক্ষের
লাল টুকটুকে গোলাপ।
আমি জমে থাকা কুয়াশা
যাকে তুমি দেখেছ
ঐ শিশির ভেজা ভোরে।

হে পৃথিবী,
আমি গাছে বসে থাকা কোকিল
যাকে তুমি গাইতে শুনেছ
ঐ সুন্দর বসন্তে।

হে পৃথিবী,
ঐ ছোট্ট শিশুটিই আমি
যে দেখেছে তোমাকে অবাক চোখে।
আমি দুপুরবেলার দুরন্ত এক কিশোর
যে মাকে লুকিয়ে খেলেছে
অদূরে ঐ মাঠে।

হে আমার প্রিয় পৃথিবী,
আমি পূবের আকাশে সকালের সূর্য
যে আলোকিত করে তোমায়
তার মিষ্টি,নরম রোদে।

লেখক,

হাফিজা

READ MORE:  দৃষ্টিভঙ্গি - মোছাঃ আয়েশা সিদ্দিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *