কবিতাসাহিত্য

‘আছি সেই সুদিনের অপেক্ষাতে’

এমন বছর যেন আর না আসে
ধরা যেন শোক স্রোতে আর না ভাসে।

চারিদিকে হাহাকার, আতঙ্ক, ভয়
সবার মনেই ব্যথা,জাগে সংশয়!

ক্ষুদে এক ভাইরাসের করাল গ্রাসে
স্তব্ধ বিশ্ববাসী, কাঁপে সদা ত্রাসে!

এবার বৈশাখী মেলা বসবেনা
ঢোলের তালে মন আর নাচবেনা।

হাঁটবেনা ডিসি হিলে কোন নরনারী
পরে পাঞ্জাবি আর নানা রঙের শাড়ি।

সিআরবি জনস্রোতে আর ভাসবেনা
সবই নিয়েছে কেড়ে ভয়াল করোনা।

দেশে দেশে মরছে হাজার মানুষ
তবু এই দেশবাসীর নেই যেন হুশ!

মানছেনা অনেকেই কোয়ারেন্টাইন
অযথাই গুনছে পুলিশের ফাইন।

থাকো সবাই কিছুদিন ঘরের ভিতরে
আবার জমবে মেলা লকডাউনের পরে।

আবার হাসবে শিশু নাগরদোলায়
আবার মাতবো সবে গানের ভেলায়।

আবার আসবে ফিরে সোনালী সুদিন
রোগ-শোক -মহামারি হবে যে বিলীন।

আছি সেই সুদিনের অপেক্ষাতে
এসো হে বৈশাখ নব প্রভাতে।

তোমার ছোঁয়ায় জাগুক ধরণীতে প্রাণ
আবার করুক সবে জীবনের গান।

বন্ধ হোক বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল
এসো বৈশাখ নিয়ে সুখ অনাবিল।

লেখক,

শ্রাবন্তী বড়ুয়া

READ MORE:  ৪৪ টি ধারাবাহিক পর্বের গল্পের লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *