হারিয়ে যাবো একদিন Gojol Lyrics

Hariye Jabo Ekdin Gojol Lyrics

 

হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)

ক্ষমা করে দিয়ো তোমরা আমায় (২ বার)
ভুল করে থাকি যদি কোনদিন

হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চিরদিন (২ বার)

বাঁশ বাগানে বা গোরস্থানে
হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর (২ বার)
পড়বে কি মনে আমার কথা
ফেলবে কি অশ্রু কোনোদিন

হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)

ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জালবে (২ বার)
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন

হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)

READ MORE:  ত্বলা আল বাদরু আলাইনা লিরিক্স | Tala'a Al Badru 'Alayna Lyrics