ইসলামইসলামিক গজল

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন গজল লিরিক্স

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন 
হঠাৎ করে উঠবে বেজে 
চলে যাওয়ার বীণ… 
এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে 
একবারও ভাবনি হয় চলে যেতে হবে (2)
কি হিসাব দেবে তুমি 
শেষ বিচারের দিন.. 
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
নতুন সাজে সাজবে তুমি 
সাদা পোশাকে
দলে দলে আসবে সবাই 
তোমায় দেখিতে (2)
তোমায় মনে রাখবে সবাই 
অল্প কিছুদিন
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন 
হঠাৎ করে উঠবে বেজে 
চলে যাওয়ার বীণ
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন..
Lyric & Tune: Saim Al Hasan
Singer:  Saim Al Hasan & Sadman Sakib
READ MORE:  সূরা ইয়াসিন অর্থসহ উচ্চারণ | Sura Yasin Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *