BCS Exam Preparation

বিসিএস প্রস্তুতির জন্য সেরা বইয়ের তালিকা

বিসিএস প্রস্তুতি: নতুনদের জন্য বইয়ের তালিকা || BCS Preparation Book List for new

 

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস), সিভিল সার্ভিস ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক পরিচালিত একটি মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণরা ক্যাডার হিসেবে পরিচিত হয় এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে আসীন হয়। গড়ে প্রতিবছর ১৫,০০,০০০ থেকে ২২৫,০০০ প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষার্থীর উপস্থিতির পরিমাণ প্রায় ৯৫%। 

 

বিসিএস প্রস্তুতির জন্য অনেকেই হাজার হাজার বই কিনে টাকা নষ্ট করেন। এতো বই কিনার আসলে দরকার নেই। সিলেক্টিভ কিছু বই ভালো করে পড়লেই আপনার চাকরি পাবার সম্বভাবনা বেড়ে যায়। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। তাই সকল সাবজেক্টের বই এর লিস্ট নিম্নে দেয়া হলো- 

 

বাংলা:

 

১. এমপিথ্রি জর্জ/প্রফেসরস/ওরাকল সিরিজের বাংলা বই

 

২. সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর

 

৩. বাংলা ব্যাকরণ বই (নবম-দশম শ্রেণি)

 

ইংলিশ:

 

১. গ্রামার- এডভান্স/ পিসি দাস/ওয়ারেন

 

২. মার্টিন/টোফেল

 

৩. ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম

 

৪. লিটারেচার- কনফিডেন্সের লিটারেচার

 

ম্যাথ:

 

১. ব্যাসিক ম্যাথ – খাইরুল

 

২. এমপিথ্রি জর্জ/প্রফেসরস/ওরাকল সিরিজের ম্যাথ বই

 

৩. নবম-দশম শ্রেণির ব্যাসিক ম্যাথ

 

কম্পিউটারঃ

 

১. ইজি কম্পিউটার জর্জ

 

বাংলাদেশ:

 

১. এমপিথ্রি জর্জ/প্রফেসরস/ওরাকল সিরিজের বাংলাদেশ বই

 

২. নবম-দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান বই

 

৩. পেপার পত্রিকা

 

৪. ইন্টারনেট

 

৫. কারেন্ট এফেয়ার্স

 

আন্তর্জাতিক:

 

১. এমপিথ্রি জর্জ/প্রফেসরস/ওরাকল সিরিজের আন্তর্জাতিক বই

 

২. পেপার পত্রিকা

 

৩. ইন্টারনেট

 

৪. কারেন্ট এফেয়ার্স

 

বিজ্ঞান:

 

১. নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান

 

২. এমপিথ্রি জর্জ/প্রফেসরস/ওরাকল সিরিজের বিজ্ঞান বই

 

৩. জব সলূশান

 

৪. পেপার পত্রিকা

READ MORE:  BCS 14 question solution নির্ভুল ১০০% সমাধান

 

৫. ইন্টারনেট

 

৬. কারেন্ট এফেয়ার্স

 

বিশেষ দ্রষ্টব্য- এটি কোনো পেইড স্পন্সরশিপ নয়। লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করে বই এর তালিকা প্রদান করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *