ইসলামইসলামিক গজল

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক্স | allahu allahu tumi jalla jalaluhu bangla gojol lyrics

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক্স (allahu allahu tumi jalla jalaluhu bangla gojol lyrics) গজল , ইসলামিক গান, ইসলামিক সংগীত, এমনকি যে কোনো প্রকারের সাংস্কৃতিক গীতি বা কবিতায় হোকনা কেন তা আমাদের অন্তরকে বিকশিত করতে সাহায্য করে , ঠিক এরই বহিঃপ্রকাশ ঘটেছে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে।

 

আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)

তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।

তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সন্মান।।

 

শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া ।।
দমে দমেতে হরদম সে পড়েছে এ ইসমে আজম ।।
সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান ।।
আল্লাহু আল্লাহু ।

 

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি বর্তমানে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি সারা বাংলাদেশ জুড়ে ছেয়ে গেছে,

 

এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।

READ MORE:  হাফ হাতা শার্ট/গেন্জি পড়ে নামাজ হবে?

লেখক এই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রকৃতি বাস্তব সত্য সম্পর্কে এবং আমাদের জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির অসামান্য জনপ্রিয়তার বিশেষ কারণ হল এই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে লেখক তার মন গড়া কোনো কথা প্রকাশ করেননি। 

তিনি তাঁর এই লেখনীর মাধ্যমে জীবনের বাস্তব চরিত্র-কে প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *