রেসিপি

সবথেকে সহজ উপায়ে রোস্ট রান্নার রেসিপি

ঈদ তো চলে এলো। এই ঈদে একদম ভিন্ন উপায়ে খুব সহজেই রান্না করুন মুরগির রোস্ট নিজের পরিবারের জন্য। 

 

উপকরণ : মাঝারি সাইজের মুরগি ৩টা, ঘি ১০০ গ্রাম, তেল এক লিটার, জায়ফল বাটা এক চা-চামচ, জৈত্রিক বাটা এক চা-চামচ, আদা বাটা দুই চা-চামচ, রসুন বাটা দেড় চা-চামচ, পোস্তদানা বাটা আধা চা-চামচ, কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ, কিসমিস এক টেবিল চামচ, আলু বোখারা ৭-৮টি, এলাচি ৪টি, দারুচিনি ৪টি, কাঁচামরিচ ৭-৮টি, টক দই, পেঁয়াজ বাটা এক কাপ, চিনি অল্প, লবণ ১৫০ গ্রাম।

 

প্রণালি : মুরগি রোস্টের মতো করে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রঙ করে ভেজে তুলুন।

READ MORE:  দুধ জ্বাল দিতে গিয়ে নষ্ট হলে যা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *