রেসিপি

এই ঈদে ঘরে বসেই বানিয়ে ফেলুন রসগোল্লা

রসগোল্লা নামটা শুনলেই জিভে পানি আসে না? বাসায় তৈরী করেছেন কখনো? এই ঈদে বাসায় বসে খুব সহজেই তৈরি করুন রসগোল্লা। খুব সহজেই তৈরী করা যায় রসগোল্লা আসুন জেনে নিই..

 

উপকরণঃ

 

 ১.গরুর দুধ-১ লিটার,

 

২.লেবুর রস- ২ থেকে ৩ চা চামচ,

 

৩. চিনি-২ কাপ,

 

৪.পানি-৪ কাপ,

 

৫.সুজি-১ চা চামচ,

 

৬.এলাচ গুঁড়ো-১/২ চা চামচ

 

প্রাণালীঃ

 

 একটা প্যানে দুধ নিয়ে হালকা থেকে মাঝারি আঁচে ফোটাতে থাকুন। ক্রমাগত নাড়তে থাকবেন যাতে দুধে সর না পড়ে বা ঘন হয়ে পাত্রের তলায় আটকে না যায়। যখন দুধ ফুটতে থাকবে তখন আঁচ একেবারে কমিয়ে ১ থেকে ৩ টেবিল চামচ লেবুর রস দিন। কখনও ১ চামচেই দুধের ছানা কেটে যায়, কখনও ৩ চামচ পর্যন্ত দুধ লাগতে পারে ছানা কাটার জন্য। যেই মুহূর্তে দুধে ছানা কাটতে থাকবে, গ্যাস বন্ধ করে দিন। এবারে পাতলা মসলিন কাপড়ে ছানা ছেঁকে নিয়ে ঠান্ডা পানির তলায় রাখুন। এর ফলে ছানা ঠান্ডা যেমন হবে তেমনই লেবুর গন্ধও চলে যাবে। এবার ছানা ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন যাতে পানি পুরো ঝরে যায়। পানি ঝরানো ছানার মধ্যে সুজি মিশিয়ে ভাল করে মাখতে থাকুন। যতটা সম্ভব হাতের চাপে ছানা গুঁড়ো করে নিয়ে মিহি ছানা মসৃন করে মেখে নিন। মাখা ছানা থেকে হাতের তালুর সাহায্যে গোল গোল বল তৈরি করুন। ছানার বল ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। একটা বড় প্যানে ৪ কাপ পানি ২ কাপ চিনি দিয়ে ফোটাতে থাকুন। একটু বড় পাত্র নেবেন যাতে ছানার বল রসে ফেললে বাড়তে পারে। চিনি রস গরম হয়ে গেলেই ছানার বল দিয়ে দিয়ে ফোটাতে থাকুন। মাঝারি আঁচে ৪ মিনিট চাপা দিয়ে রেখে আঁচ বন্ধ করে 8 দিন।

READ MORE:  ভিন্নধর্মী ঈদ রেসিপি : নওয়াবী সেমাই

 

টিপসঃ

 

ছানা গুলো খুব ভালো মতো মুথতে হবে। সফ্ট হলে রসগোল্লা তুলতুলে হবে।

 

চিনির শিরা তৈরীর সময় সামান্য একটু আটা দিলে শিরা জমাট বাধে না সহজে।

 

এরকম অনেক রকম টিপস পেতে আমাদের রেসিপি গুলো ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *