পরিণয়
লেখক,
নীরব মজুমদার
হাত বাড়ালেই ছুঁতে পারতাম তোমায়, তা-ও কেন আমি পারি না
ভাঙা মন আশা ছেড়ে দিতে চায়, তা-ও যেন আশা ছাড়ি না।।
এক চেয়ার পরই বসেছিলে তুমি, তবু দূরত্ব লক্ষ ক্রোশ
কী জানি কোন কারণে তোমার, এতটাই আক্রোশ…!
আমাকে কি কখনোই তুমি, মানুষ হিসেবে গুণবে না…?
নীরবতার চিৎকার, স্তব্ধ হাহাকার, কখনো কি তুমি শুনবে না..?