কী এবং কেন?

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু (Padma Bridge)  হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহন করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

এখানে আমি পদ্মা সেতু (Padma Bridge) সম্পর্কে সকল প্রশ্ন উত্তর জানাবো। আশা করছি আপনারা পদ্মা সেতু বিস্তারিত জানতে পারবেন। 

পদ্মা সেতু (Padma Bridge) নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের দিন চূড়ান্ত করা হয়েছে। 

 পদ্মা সেতু সম্পর্কে অনেকেই সাধারণ জ্ঞান জানতে চান। নিম্নে পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আলোচনা করা হলো। এখানে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এখান থেকে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন। তাহলে এবার পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জেনে নিন – 

প্রশ্ন – পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? 

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

প্রশ্ন – পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি মি? 

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি মি 

প্রশ্ন – পদ্মা সেতুর পিলার কয়টি? 

উত্তরঃ পদ্মা সেতুর পিলার 42 টি।

প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার ?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার। 

প্রশ্ন – পদ্মা সেতুর (Padma Bridge) দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার ?  উত্তরঃ  পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট) প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)

READ MORE:  বাংলাদেশে কেনও এত বিদ্যুৎ সংকট এবং তার সমাধান

প্রশ্ন – পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? 

উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

প্রশ্ন – পদ্মা সেতু (Padma Bridge) কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।

প্রশ্ন – পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা কয়টি ? উত্তরঃ পদ্মা সেতুর পিলার সংখ্যা 42 টি স্প্যান সংখ্যা 41 টি। 

প্রশ্ন – পদ্মা সেতুর (Padma Bridge) দুই প্রান্তের জেলার নাম কি?

উত্তরঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।

প্রশ্ন – পদ্মা সেতুর বাজেট কত?

উত্তরঃ পদ্মা সেতু (Padma Bridge) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

প্রশ্ন – পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে ? 

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণে প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হচ্ছে।

প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত? উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

প্রশ্ন – পদ্মা সেতু (Padma Bridge) ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে ? 

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পটি তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করবে- মুন্সীগঞ্জ (মাওয়া পয়েন্ট/উত্তর পাড়), শরীয়তপুর এবং মাদারীপুর (জঞ্জিরা/দক্ষিণ পাড়)।

প্রশ্ন – পদ্মা সেতুর মোট ব্যয় কত? 

উত্তরঃ পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

প্রশ্ন – পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত? 

উত্তরঃ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ 2022 সালের ২৫ জুন। 

প্রশ্ন – পদ্মা সেতুর উচ্চতা কত? 

উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট।

প্রশ্ন – পদ্মা সেতুর প্রস্থ কত? 

উত্তরঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার

প্রশ্ন – পদ্মা সেতুর (Padma Bridge) কাজ কবে শুরু হয়? 

উত্তরঃ  ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়।

READ MORE:  কেনও জাপানি নারীরা বেশি ধর্ষণের শিকার হোন?

প্রশ্ন – পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কে?

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

প্রশ্ন – পদ্মা সেতুর স্প্যান কয়টি বসানো হয়েছে ? 

উত্তরঃ পদ্মা সেতুর 41 টি স্প্যান বসানো হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? 

উত্তরঃ পৃথিবীতে অসংখ্য সেতু রয়েছে। দৈর্ঘ্যের দিক বিবেচনায় পদ্মা সেতু হচ্ছে বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু। সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে এই জায়গা দখল করে নেবে এই পদ্মা সেতু।

প্রশ্ন – পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে? 

উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্পান বসে।

প্রশ্ন – পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায় ? 

উত্তরঃ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়। 

প্রশ্ন – পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার ? 

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার। 

প্রশ্ন – পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? 

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি

প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন? 

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় ৪ হাজার। 

প্রশ্ন – পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ?

উত্তর : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট। 

প্রশ্ন – পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। 

প্রশ্ন – প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি। 

প্রশ্ন – পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি। 

প্রশ্ন – পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

প্রশ্ন – পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়? 

উত্তরঃ‌ পদ্মা সেতুর প্রথম স্প্যান 37 ও 38 নম্বর খুটির পিলারের উপর বসানো হয়। 

প্রশ্ন – পদ্মা সেতুর শেষ 41 নম্বর স্প্যান কোথায় বসানো হয়? 

উত্তরঃ পদ্মা সেতুর শেষ স্প্যান 12 ও 13 নম্বর খুটির উপর বসানো হয়। 

প্রশ্নঃ পদ্মা সেতুর 41‌টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে? 

উত্তরঃ‌ পদ্মা সেতুর 41 টি স্প্যান বসাতে তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে। 

READ MORE:  জেনে নিন অফসাইড এর খুঁটিনাটি বিষয়

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতুর নাম কি? 

উত্তরঃ বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। 

প্রশ্নঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশে দীর্ঘতম সেতুর নাম কি ছিলো? 

উত্তরঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ছিলো যমুনা সেতু। 

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন কত? 

উত্তরঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন 3200 টন। 

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন কত? 

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন ১১৬৩৮৮ টন। 

প্রশ্নঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ কত? 

উত্তরঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ ১৪৬০০০ মেট্রিক টন। 

প্রশ্নঃ পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু? 

উত্তরঃ পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক 75 হাজার যানবাহন। 

প্রশ্নঃ পদ্মা সেতুর আকৃতি কি রকম? 

উত্তরঃ পদ্মা সেতুর আকৃতি ইংরেজি S অক্ষরের মতো। 

প্রশ্নঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত? 

উত্তরঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন। 

প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? 

উত্তরঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। 

প্রশ্নঃ প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন? 

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ 2000 টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন। 

প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোলের ট্রানজেকশন নাম্বার কতো? 

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোল এর ট্রানজেকশন নাম্বার হচ্ছে 0.0001 

প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে এবং কখন পদ্মা সেতু প্রথম টোল দেন? 

উত্তরঃ তারিখ ২৫-০৬-২০২২, সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড। 

প্রশ্নঃ প্রধানমন্ত্রী কোন যানবাহনে করে পদ্মা সেতু অতিক্রম করেন?

উত্তরঃ লেন নং ০৩, শিফট নং ০১। যানবাহনের ধরন ৬ (মিডিয়াম বাস)।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কি? 

উত্তরঃ ভায়াডাক্ট হলো একধরণের সেতু। ভায়াডাক্টগুলি সাধারণত দু ভূখণ্ডের সমান উচ্চতার দুটি পয়েন্ট সংযোগ করে যেটি বেশিরভাগ রেল ও সড়ক যানবাহন বহন করার জন্য ব্যবহৃত হয়। আসল কথা এটি ভূখণ্ড,পাহাড়ি উপত্যকা বা জলাভূমি অতিক্রম করার জন্য নির্মিত একটি ব্রিজ যেটি কতগুলো পিলার ও স্প্যানের সমন্বয়ে নির্মিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *