মেহেরবান তুমি মেহেরবান lyrics Gojol

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।

আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর।
ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারবার।
ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।।

জেনে না জেনে হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে।
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে।

নিজের সাথে নিজে সকাল বিকাল সাঁঝে।
জুলুম করেছি বারেবার।
ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।।

পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে।

বান্দা তোমার আমি তুমি অন্তরজামি
তোমার কাছে ফিরি বারেবার।
ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।।

 

 

কথা ও সূর: আলফাজ হোসেন

READ MORE:  সূরা ইয়াসিন অর্থসহ উচ্চারণ | Sura Yasin Bangla