শিক্ষামূলক ফেসবুক পোস্ট | প্রকাশিকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ফেসবুক এ আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করি। ফেসবুকে আপনি শিক্ষামূলক পোস্ট করার মাধ্যমে নিজের এবং অন্যের আত্মার উন্নয়ন পরতে পারেন। তাই আজ আপনাদের জন্য বেশ কয়েকটি শিক্ষামূলক ফেসবুক পোস্ট/ স্ট্যাটাস/উক্তি নিয়ে এসেছি। 

We use Facebook in our Daily life

 

১. শক্তিশালী সেই ব্যক্তি নয়,,,,,,,যে খুব কুস্তি লড়তে পারে।

বরং শক্তিশালী হচ্ছে ঐ ব্যক্তি,,,,,,যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে।

 

২. খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না,,,,,,,

তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে।এবং

এরপর তাদের খারাপ অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। 

 

৩. শেষ বারের মতো আরেকবার চেষ্টা করে দেখি,

পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।

 

৪. সময় চলে যায় নিত্য নালিশে,,,,,,

ঘুমিয়ে ছিলাম আমি,,,,,,,মাথা রেখে বালিশে।

কব্জির ঘড়িটা চলিতেছে ছন্দে ছন্দে,,,,,,,করা তো যায় না তার,,,,, একদম বন্ধ।।

দিন যায়,রাত যায়,,,,,,,,,,,, সময় তো চলেই যায়।

 

৫. কাউকে বেল দেয়ার সময় নাই। শুধু পরিশ্রম করে যাও। 

 

৬. আমার টাকা আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাতে তোদের কি???????

 

৭. যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক”

 

৮. বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে

 

৯. হয় পরিশ্রম করুন, নয়তো হারুন। 

 

১০. আমি মরণকামড় দিয়েই ছাড়ব

 

১১. ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।

 

১২. আমি বিশ্বাস করি যে, আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানটাও দেখান, তবে মানুষ স্থানান্তর হবেই ।

 

১৩. কেউ যদি আপনার নিন্দা না করে তার মানে আপনি ভালো কিছু করছেন না। 

READ MORE:  ২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, উক্তি, শুভেচ্ছা বার্তা,

 

১৪. ভালোবাসার শক্তিতে সবকিছু জয় করা সম্ভব যদি আপনি তা বিশ্বাস করেন। 

 

১৫. দুঃখ আমাদের শক্তিশালী করে তোলে মাঝে মাঝে, তাই কখনো কখনো দুঃখ পাওয়া ভালো। 

 

আশা করি পোস্ট গুলো আপনার ভালো লেগেছে। সামনে আরো শিক্ষামূলক ফেসবুক  পোস্ট আপনাদের জন্য নিয়ে আসব।