দেখা দাও রাসুলুল্লাহ তুমি গজল লিরিক্স

দেখা দাও রাসুলুল্লাহ তুমি

দেখা দাও রাসুলুল্লাহ তুমি

কাদে আসিক গো তোমার।

আছো শুয়ে মদিনায় তুমি

ডেকে লও রওজা তোমার।

দেখা দাও রাসুলুল্লাহ তুমি

কাদে আসিক গো তোমার।

আছো শুয়ে মদিনায় তুমি

ডেকে লও রওজা তোমার।

রাসুলুল্লাহ কি উপায় হবে আমার।

ওই মদিনা পথের ধুলি

মাখতাম আমি পেলে সূরমা বলি।

ওই মদিনা পথের ধুলি

মাখতাম আমি পেলে সূরমা বলি।

ফিরে পেতো এই নয়নে নূরেরই আধার

ডেকে লও রওজা তোমার।

রাসূলুল্লাহ কি উপায় হবে আমার।

তোমার দেশে যায় কত আশেকান

এই অধম পরে আছি বাংলায়তান।

তোমার দেশে যায় কত আশেকান

এই অধম পরে আছি বাংলায়তান।

যেতে পারলাম না আমি দেশেতে তোমার

ডেকে লও রওজা তোমার।

রাসূলুল্লাহ কি উপায় হবে আমার..

মরণের চিঠি যখন আসবে আমার

কালিমার তালকি দিও বারে বার।

মরণের চিঠি যখন আসবে আমার

কালিমার তালকি দিও বারে বার।

প্রাণভরে দেখবো চেহেরা তোমার

ডেকে লও রওজা তোমার।

রাসূলুল্লাহ কি উপায় হবে আমার..

দেখা দাও রাসুলুল্লাহ তুমি

কাদে আসি গো তোমার।

আছো শুয়ে মদিনায় তুমি

ডেকে লও রওজা তোমার।

রাসূলুল্লাহ কি উপায় হবে আমার..

কি উপায় হবে আমার..

কি উপায় হবে আমার..

READ MORE:  মসজিদুল আকসা ও ফিলিস্তিনের ইসলামিক গুরুত্ব