করোণা – মোছাঃ আয়েশা সিদ্দিকী
স্তব্দ হলো শহর পল্লী,
করোণা আইলো দেশে;
পঙ্গপালে শস্য খাচ্ছে
বাঁচবো মোরা কিসে।
সকল স্থানই জনবিরল,
ফাঁকা ফাঁকা পথ -ঘাট,
দ্বিগুণ ভাড়া যানবাহনে ,
এ কেমন বিভ্রাট।
বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান,
ছাত্র নেই ছাত্রাবাসে,
মাঠগুলো আবার ভরে গেছে,
সবুজ সবুজ ঘাসে।
গরীবের ঘরে খাবার নেই,
করোণা-লুটে নিয়েছে সব
জনসমাগম বন্ধ থাকবে
হবে না কোন উৎসব।
কল কারখানা সব বন্ধ,
পেল না কেউ সমস্ত বেতন,
জীবন যেন চলে না আর
সহেনা করোনারি বেদন।
দিনে দিনে বাড়ছে ব্যধি,
নিচ্ছে ঘাতক রূপ-
চারিদিকে লাশের ছড়াছড়ি,
সবাই কেমন হয়ে গেছে নিশ্চুপ।
প্রতিদিনই নানান দেশে,
মরছে শত শত,
করোনার এই ভয়াবহতা,
দেখব যে আর কত?
করোনাক রুখতে হলে
মুখে মুখে থাকবে মাক্স,
মানতে হবে স্বাস্থ্যবিধি;
প্রার্থনা করব প্রভুর কাছে,
বাড়াতে হবে সচেতনতার পরীধি।
লেখক,
মোছাঃ আয়েশা সিদ্দিকী