Sports

বিপিএল ২০২৩ সময়সূচি, সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড তালিকা

খুব শীগ্রই পর্দা উঠছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল ২০২৩ এর। নবম আসরে কয়টি দল খেলছে? কবে থেকে খেলা শুরু, চলেন জেনে নিই আদ্যপ্রান্ত 

 

বিপিএল  ২০২৩ ৯ম আসর

 

টুর্নামেন্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল ২০২৩

 

খেলার ধরন :    টি টুয়েন্টি (T20)

 

টুর্নামেন্টের সময়কাল : ৪১ দিন

 

মোট অংশগ্রহণকারী দল : ৭টি

 

উদ্বোধনী ম্যাচ :    ৫ জানুয়ারি ২০২৩

 

ফাইনাল ম্যাচ :    ১৬ ফেব্রুয়ারি ২০২৩

 

টুর্নামেন্ট ফরম্যাট : ডাবল রাউন্ড-রবিন এবং প্লে অফ।

 

মোট ম্যাচ : ৩৪টি ম্যাচ

 

মোট ভেন্যু : ৩টি ভেন্যু

 

বিপিএল ২০২৩ এ সাত দলের নাম ও তালিকা :

 

১.কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২. ঢাকা ডমিনেটর্স

৩. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৪. ফরচুন বরিশাল

৫. সিলেট স্টাইকার্স

৬. খুলনা টাইটার্স

৭. রংপুর রাইডার্স

 

কারা কোন দলে খেলছে? 

 

ঢাকা ডমিনেটর্স

 

সরাসরি চুক্তিতে : তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাওয়ারা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি : মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি : শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ।

 

রংপুর রাইডার্স

 

সরাসরি চুক্তিতে : নুরুল হাসান সোহান, শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

ড্রাফট থেকে দেশি : শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

ড্রাফট থেকে বিদেশি : আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

 

সরাসরি চুক্তিতে : আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।

READ MORE:  কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচী

 

ড্রাফট থেকে দেশি : মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

 

ড্রাফট থেকে বিদেশি : ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ড), উন্মুক্ত চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র) ।

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

 

সরাসরি চুক্তিতে : মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ(পাকিস্তান)।

 

ড্রাফট থেকে দেশি : লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস,আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

 

ড্রাফট থেকে বিদেশি : শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

 

খুলনা টাইগার্স

 

সরাসরি চুক্তিতে : তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি : মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।

ড্রাফট থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।

 

ফরচুন বরিশাল

 

সরাসরি চুক্তিতে : সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র(পাকিস্তান), ইব্রাহিদ জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কনর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।

ড্রাফট থেকে বিদেশি : হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

 

সিলেট স্টাইকার্স

 

সরাসরি চুক্তিতে : মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

READ MORE:  টাকায় দাম কত FIFA বিশ্বকাপের ট্রফির?

ড্রাফট থেকে দেশি : মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলনায়েব 

বিপিএল 2023 সময়সূচী

 

তারিখ সময় ম্যাচ ভেন্যু
5 জানুয়ারী 2023 দুপুর ০২ঃ০০  চট্টগ্রাম বনাম বরিশাল  ঢাকা
6 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৭ঃ০০ খুলনা টাইগার্স বনাম ঢাকা স্টারস ঢাকা
7 জানুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা
8 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ Chattogram Challengers vs Dhaka Stars ঢাকা
9 জানুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ ফরচুন বরিশাল বনাম ঢাকা স্টারস ঢাকা
11 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ Chattogram Challengers vs Khulna Tigers ঢাকা
12 জানুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ সিলেট সানরাইজার্স বনাম ঢাকা স্টারস ঢাকা
13 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল ঢাকা
14 জানুয়ারী 2023 দুপুর ০২ঃ০০ Chattogram Challengers vs Khulna Tigers Chattogram
15 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৭ঃ০০ সিলেট সানরাইজার্স বনাম ঢাকা স্টারস Chattogram
16 জানুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল Chattogram
17 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স Chattogram
18 জানুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স Chattogram
19 জানুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল Chattogram
21ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা স্টারস Chattogram
22 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল Chattogram
23 ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা
24ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা
25 ফেব্রুয়ারী 2023 দুপুর ০২ঃ০০ সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল ঢাকা
26 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৭ঃ০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা স্টারস ঢাকা
27 ফেব্রুয়ারি ২০২3 দুপুর ০১ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল সিলেট
27 ফেব্রুয়ারি ২০২3 সন্ধ্যা ০৬ঃ৩০ খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স সিলেট
28 ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ Chattogram Challengers vs Dhaka Stars সিলেট
29 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল সিলেট
30 ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ঢাকা স্টারস সিলেট
4 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স সিলেট
5 ফেব্রুয়ারী 202 দুপুর ০২ঃ০০ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা
6 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৭ঃ০০ ফরচুন বরিশাল বনাম ঢাকা স্টারস ঢাকা
7 ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা
8 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা
9 ফেব্রুয়ারী 2023 দুপুর ০১ঃ৩০ নির্মূলকারী ঢাকা
10 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা  ০৬ঃ৩০ ১ম কোয়ালিফায়ার ঢাকা
12 ফেব্রুয়ারি 2023 সন্ধ্যা ০৬ঃ৩০ ২য় কোয়ালিফায়ার ঢাকা
16 ফেব্রুয়ারী 2023 সন্ধ্যা ০৭ঃ০০ ফাইনাল ঢাকা
READ MORE:  কোন দল কতবার নিয়েছে ফুটবল বিশ্বকাপ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *