ক্যাম্পাস ভিউ

বরিশাল বিশ্ববিদ্যালয় -দক্ষিণবঙ্গের দ্যুতি

বরিশাল বিশ্ববিদ্যালয়

ইতালির ভেনিস শহরের আদলে কবি নজরুলের দৃশ্যপটে ভেসে উঠেছিল জলাভূমির শহর বরিশাল। তিনি দ্বিধা করেননি প্রাচ্যের ভেনিস উপাধি দিতে। দক্ষিণবঙ্গের এই শস্য ভাণ্ডার শহরটির শিক্ষার আলোয় সপ্রতিভ দাঁড়িয়ে ছিল আদি থেকেই। এরই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন দেশের ৩৩ তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১১ সালে ৫০ একর ভূমির উপর গড়ে উঠা বরিশাল বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। 

Offical Website:  https://bu.ac.bd/

দৃষ্টিনন্দন ক্যাম্পাস

আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। খাল বিল জলাভূমির প্রাচুর্য, বরিশালের যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে ‘বরিশাল’ নামকরণের ক্ষেত্রে চালু ছিল এই উক্তি। তাতে আদিকালে সৌন্দর্যের সাথে যে যাতায়াত বিড়ম্বনা ছিল তা কাটিয়ে উঠে বরিশাল এখন জলাভূমিতে আবদ্ধ বাংলাদেশের সব থেকে সুন্দর শহর গুলোর একটি। বিশ্ববিদ্যালয়টিও এই আবহের বাইরে নয়।  

 

ক্যাম্পাসের কোল ঘেষে বয়ে চলেছে কীর্তনখোলা নদী এবং সেই নদীর উপর রয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি ধনুকের মতো বাঁকা সেতু। যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি! বিশ্ববিদ্যালয়টির দুই প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে দুটি দীর্ঘ সেতু ।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পার্থক্যটা এখানে। দুইটি সেতুর মাঝখানে অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত বরিশাল বিশ্ববিদ্যালয়।  এই দুইটা সেতুই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে। সেতু দুটি ক্যাম্পাসের দু পাশে হওয়ায় সেতু দুটিকে ক্যাম্পাসেরই নিজস্ব সেতু বলেও অনেকে ভুল ভাবতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে আধুনিক নির্মাণ শৈলীতে। আধুনিক নির্মাণ শৈলীর ছোঁয়া পুরো ক্যাম্পাসে, ক্যাম্পাসটিতে টাইলসের ব্যবহারের হওয়ার ফলে বছরের বিভিন্ন ঋতু ক্যাম্পাসের রঙ ভিন্ন রকম করে তুলে।

 

 

অবস্থান

বরিশাল শহরের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে বাসযোগে সহজেই এখানে আসা যায়।

 

 

অনুষদ ও বিভাগ সমূহ

READ MORE:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

 

 বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে।

 

জীববিজ্ঞান ও কৃষি অনুষদ

  • সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ
  • বোটানি এন্ড ক্রপ সায়েন্স বিভাগ; 
  • কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট; 
  • বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি;

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

  • কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • জিওলজি এন্ড মাইনিং বিভাগ
  • পরিসংখ্যান

 

কলা এবং মানবিক অনুষদ

  • ইংরেজি বিভাগ
  • বাংলা বিভাগ
  • দর্শন বিভাগ
  • ইতিহাস ও সভ্যতা

 

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • অর্থনীতি বিভাগ
  • লোক প্রশাসন বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজ বিজ্ঞান বিভাগ 
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

ব্যবসায় শিক্ষা অনুষদ

  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
  • একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
  • মার্কেটিং বিভাগ

 

আইন অনুষদ

  • আইন বিভাগ

 

ভবনসমূহ

 

  • একাডেমিক ভবন ১
  • একাডেমিক ভবন ২
  • প্রশাসনিক ভবন ১
  • প্রশাসনিক ভবন ২

 

অন্যান্য স্থাপনা 

  • কেন্দ্রীয় গ্রন্থাগার
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • ক্যাফেটেরিয়া ও টিএসসি
  • মুক্তমঞ্চ
  • মেডিকেল সেন্টার

 

অন্যান্য ভবন

উপাচার্যের বাসভবন, ২টি ডরমিটরি এবং একটি শিক্ষক আবাসিক ভবন। এছাড়া রয়েছে একটি পুলিশ ক্যাম্প এবং বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সাবস্টেশন।

 

আবাসিক হল

 

ছাত্র হল

বঙ্গবন্ধু হলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে এই হলের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু হল ৫ তলা বিশিষ্ট ভবন যা দুইটি ব্লকে বিভক্ত।

 

শেরে বাংলা হলঃ শেরে বাংলা হল ৫ তলা বিশিষ্ট ভবন যা দুইটি ব্লকে বিভক্ত।

 

ছাত্রী হল

শেখ হাসিনা হলঃ শেখ হাসিনা হল ৫ তলা বিশিষ্ট ভবন যা দুইটি ব্লকে বিভক্ত।

ফজিলতুন্নেছা মুজিব হল (নির্মাণাধীন)ঃ ফজিলতুন্নেছা মুজিব হল একটি ৯ তলাবিশিষ্ট নির্মাণাধীন ছাত্রী হল।

 

কেন্দ্রীয় মসজিদ

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫ তলা বিশিষ্ট একটি কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে।

 

পরিবহন

যাতায়াতের সুবিধার জন্য রয়েছে ৫টি দোতলা বাস সহ মোট ১৫টি বাস।

READ MORE:  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *