কবিতাসাহিত্য

৫টি সেরা প্রেম কবিতা

প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে প্রেম কবিতা এবং প্রেমের কবিতা অনুসন্ধান করে থাকেন। প্রিয়তমার সাথে কোন প্রকার ঝগড়াঝাঁটি কিংবা ব্রেকআপের পর্যায়ে চলে গেলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকেই অনলাইনে প্রেম কবিতা অনুসন্ধান করেন। তাই আমরা আজকের এই নিবন্ধে প্রেম কবিতা শেয়ার করতে যাচ্ছি।

ভালোবাসার ছন্দ (Valobasar Chondo)

 

“দূর আকাশের তারা তুমি, তুমি প্রানের পাখি…
কি করে বলবো আমি, তোমায় ছাড়া থাকি.!”

“জীবন আমার ধন্য হলো, তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো ভালোবাসার নৌকা বেয়ে।”

“আকাশ দিয়ে পাখি উড়ে, নিচে পড়ে ছায়া.!
তোমার জন্য সারাদিন লাগে আমার মায়া.!”

“মন চেয়েছে আজ আমি হারিয়ে যাবো তোমার সাথে,
অঙ্গীকারের আংটি পরিয়ে দিলাম তাই তোমার হাতে।”

“স্কুল লাইফে তোমায় দেখি, কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার Name..”

“বাগানে ফোটে ফুল, দেখতে অনেক লাল.!
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।”

“তোমার জন্য রইলো আমার স্বপ্ন ভেজা ঘুম,,,
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম…”

“যেই দিন আমি থাকবো না, সেই দিন তুমি বুঝবে..
ভালবেসে আমাকে, একদিন তুমি খুঁজবে।”

“তুমি আমার সকাল দুপুর, তুমি সারা বেলা…
কেন তুমি আমাকে কর অবহেলা.!”

“সকাল দুপুর সারাবেলা তোমার ছবি আঁকি,
তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি।”

“আকাশ পানে চেয়ে দেখ জ্বলছে কতো তাঁরা,
তুমি ছাড়া এই জীবনে আমি দিশাহারা।”

“যতদূরে যাইনা কেন, তুমি থাকবে কাছে
তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে।”

“যতদূরে যাইনা কেন, তুমি থাকলে কাছে
তুমি ছাড়া এই জীবনে, কে থাকবে আর পাশে।”

“বাতাসের মধ্যেই জড়িয়ে থেকো মিশিয়ে নেব প্রশ্বাসে,
আমি ভাবতে চাই তুমি চুপিসারে আছো আমারই পাশে।”

“বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে
সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে।”

 


সুন্দর সুন্দর কিছু প্রেমের কবিতা (Premer Kobita)


“তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার
শিউলি, বকুল ফুল…”

“ভালোবাসা সপ্ন নীল​
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”

“তুমি যদি না বোঝ
বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে
আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে …!”

“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”

“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে…
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”

 

 

 


Premer Kobita


“নীল আকাশে তারার মেলা।
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!”

“ভালোবাসা হল এমন একটি জিনিস,
যা মনের বিশ্বাসের উপর নির্ভর,
কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালোবাসা,
যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায়,
তাহলে সেই ভালোবাসা পরিণত হয় কষ্টে।”

“তোমার ভালোবাসা মন
খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে
তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম
তোমার ভালোবাসা।”

READ MORE:  অস্তিত্ব

“তুমি আমার অবুঝ পাখি ভালোবাসার জান.!
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান!
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান!
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান!”

“ভুলিনিত আমি তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে,
হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।”

“বারবার ভালোবাসি এটাই আমি চাই,
তুমি ছাড়া এ জগতে আপন আর কেহ নাই,
ভালবাসি, ভালবাসি শুধু তোমায়,
পর করোনা কোনদিন তুমি আমায়।”

“ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷”

“সূখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।”

“হারিয়ে যাবো যেদিন আমি পড়বে আমায় মনে,
এক ফোটা জল আসতে দিও না তোমার চোখের কোনে,
সেদিন যতই ডাকবে আমায়, দেবোনা আমি সাড়া!
হয়ে যাবে সেদিন আমি নীল আকাশের তাঁরা !”

“হৃদয় কেটে বানিয়েছি
ছোট্টো একটি খাম,
সে খামেরী ভেতরে লিখেছি
তোমার নাম,
সে খামটি কিনে নিও
ভালোবাসার দামে,
কোনদিনও ছিড়ে ফেলনা
নিরব অভিমানে!!”

“ফুল লাল, পাতা সবুজ, মন কেন এতো অবুজ
কথা কম কাজ বেশি, মন চায় তোমার কাছে আসি,
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি.!”

“একটু দূরে সরলেই তুমি
মেজাজটা যায় চড়ে,
ইচ্ছে করে এই পৃথিবী
ভষ্ম করি পুড়ে।
আমার কাছে তুচ্ছ সবই
কেবল তুমি ছাড়া,
তোমার জন্য প্রধানমন্ত্রীকেও
করতে পারি তাড়া।”

“চোখে আছে কাজল, কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।”

“প্রখর রোদে ঘামছি আমি
ভাবছি এ যে বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি
পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন
মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায়
ভাবছি অবিরত।”

“এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!”

“মনেতে আকাশ হয়ে
রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে
শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে
দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি
শুধু-ই তোমাকে।”

“তুমি আমার আশার আলো,
তোমায় ভেবে দিনটা কাটে ভালো,
চোখ বুঝলে তোমায় দেখি,
চোখ খুললেই আলো,
তোমার ওই চোখের কাজল
লাগে আমার ভালো,
চোখের ওই পলক তোমার
নিশী রাতের আলো ,
ভোরের ফোটা গোলাপ তুমি,
পাপড়ি তোমার ঠোঁট।”

“অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্বরন করলে, সম্পর্কটা মিষ্টি হয়।”

 

 


ছোট প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ 


“লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দেবো দেখা…
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ…
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে..!!”

“যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে।
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই.!”

READ MORE:  পরিশ্রমী - কবিতা

“খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।”

চোখে আমার ঝর্না বহে, মনে দুখেঃর গান
তোক যদি না পাই আমি, দিব আমার প্রান।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত,
কেমন করে তোকে ছাড়া থাকি দিন রাত।”

“সারাক্ষন ভাল থেকো,
ভালোবাসা মনে রেখো।
দিনের বেলা হাঁসি মুখে,
রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো,
স্বপ্নের মাঝে আমায় রেখো।”

“আকাশের মেঘ তুমি শ্রাবনের বৃষ্টি
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি
শরতের ফুল তুমি, হৃদয়ের হাসি
মন চায় তোমাকে আরও অনেক ভালোবাসি।”

“একটা আকাশ হেরে গেলো,
হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল
চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালোবাসা
চাঁদের ভালো চায়,
নতুন আকাশ চাঁদকে
যেন সুখের ছোঁয়া দেয়..!!”

“তোমার চোখের মরনফাঁদে,
যেই দিয়েছি ডুব…
আর পারিনি উঠতে আমি,
তলিয়ে গেছি খুব….”

“চোখে আছে কাজল
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
মুখে মিষ্টি হাঁসি,
এমন একটা মেয়েকে
সত্যি আমি ভালোবাসি।”

“সবার থেকে ছােটো শব্দটা হলাে
‘আমি’!
সবার থেকে মিষ্টি শব্দটা হলাে
‘ভালােবাসা’!
এবং আমার প্রিয় বন্ধুদের মধ্যে
যাকে আমি কখনাে ভুলতে
পারবাে না, সেইজন হলে
‘তুমি’।”

“মন যদি আকাশ হত, তুমি হতে চাঁদ।
ভালোবেসে যেতাম শুধু
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত,
তুমি হতে খুসি।
হৃদয়ের দুয়ার খুলে
বলতাম তোমায় ভালোবাসি।”

“কি বাঁধনে বেঁধেছো তুমি…
প্রেম ,প্রীতি আর আশায়..!
তারার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালোবাসায়…”

“স্বপ্ন দিয়ে আঁকব আমি
সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজব আমি
মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি
শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও
বেশি ভালবাসে।”

“তুমি আমার ভালোবাসা,
আমি তোমার জান।
ভালোবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালোবাসা দিয়া।”

 

 

 


সেরা প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ


“তুমি রাজি থাকলে
প্রেম করবো,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব
কষ্ট পাবো…!!”

“ভালোবাসা মানেই,
এক নতুন স্বপ্ন দেখা।
ভালোবাসা মানেই,
অচেনা তোমাকে চিনতে পারা।
ভালোবাসা মানেই,
আঁধার ছেড়ে আলোতে আসা।
ভালোবাসা মানেই,
এক সুন্দর সকালবেলা।
ভালোবাসা মানেই,
তোমার অপেক্ষায় থাকা।”

“তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তোমার ই আমি, তোমার উপমা।”

“দুর নিলিমায় রয়েছি
তোমার পাশে।
খুঁজে দেখো আমায়
পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,
গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে
ভালোবাসার টান।”

“ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি,
পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি,
তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উরাই আকাশ নীলে,
তোমার বিভোরে থাকি আমি বারো মাসি,
ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি।”

“পৃথিবীটা তোমারি থাক,
পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক,
পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও

READ MORE:  স্বাধীন আবাস ( চতুর্থ অংশ)

“এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন​।
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি আমার
কাছের একজন।”

“তোকে কিভাবে বোঝাবো
তোকে ছারা আমি শূন্য।
তোকে ছারা খুব একা একা লাগে
এই মন শুধু তোর কথাই সারাদিন ভাবে।”

“দুটি পাখির দুটি মন,
যদি হয় এক,
দুটি মনের একটি আশা,
লোকে বলে তার নাম ভালোবাসা,
ফুল ফুটে বাগানে,
প্রেম হয় গোপনে,
বাড়ির আসে পাশে প্রেম করলে
সুখ হয় সবার জীবনে।”

“হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা,
ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা!
ভালবেসে আমায় তুমি করে নেও আপন,
তোমায় আমি রাখব বুকে করিয়া যতন!
গরমে শীতল পাটি শীতে হব কাঁথা,
রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা।”


নতুন বছরের সেরা ভালোবাসার ছন্দ


“মন চাই তোমায় ভালোবাসি।
মন চাই তোমার কাছে আসি।
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!”

“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”

“তোমায় পেয়ে পূর্ণ হলো
এলোমেলো সব কবিতা,
ভাবনারা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতিটা।”

“শীতের চাদর জড়িয়ে,
কুয়াশার মাঝে দাড়িয়ে।
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি।
শিহরিত হয় মন,
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।”

একটা আঁকাশে অনেক তাঁরা,
একটা জীবনে দূঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুল
ভুলের জন্য জীবন দিবো, তবুও আমি তোমারই রবো।”

“তোমাকে দেখার পরে এই জানলাম,
যাকে মন দিয়ে চেয়ে ছিল তাকেই পেলাম।
চোঁখে স্বপ্ন ছিল যাকে ঘিরে,
অনেক খোঁজার পর তাকেই পেলাম।”

“আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি,
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি,
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি,
মন চায় তোমাকে আরো ভালোবাসি।”

“আমি বৃষ্টি হবো
যদি তুমি ভেজো
আমি হারিয়ে যাবো
যদি তুমি খোঁজো
আমি ভালোবাসার
মতো ভালোবাসবো
যদি তুমি ভালোবাসো”

“আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে
তুমি আমারি অপূর্ব সৃষ্টি !”

“যেখানে যতন করে রেখেছো এই মন,
সেখানে রেখো আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে থাকি,
সারাক্ষন মনে থাকে শুধু ভয়,
তোমারি বুকের মাঝে,
আমার নিরাপধ আশ্রয়।”

“তুমি সাথী হয়ে এলে।
আমি নয়ন ভরে, জীবন ভরে,
রাখবো তোমায় আপন করে।
সুখে দুঃখে দেখবো তোমায়,
প্রেমের প্রদীপ জ্বেলে।”

“যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে কথা হবে,
অনুভবে কথা হবে ভালোবাসার মিলনে,
মেঘের ওই পালকিতে পাখিরা যায় উড়ে উড়ে, বহু দূরে।
আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে।
হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।”

“কৃষ্ণচূড়া, রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তোমার প্রেমে মজেছি।”

“তুই যে আমার বুকের ভিতর
হঠাৎ পাওয়া সুখ,
তোকে হারানোর ভয়ে
নিত্য কাঁপে বুক!!
তুই যে আমার আঁধার রাতে
হাজার তারার মেলা,
তুই যে আমার ভালোবাসার
স্বর্গে যাওয়ার ভেলা…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *