বিশ্বের ২৫টি সুন্দর মসজিদ
ব্রিটেনের জনপ্রিয় সংবাদপত্র টেলিগ্রাফ সম্প্রতি বিশ্বের ২৫টি সুন্দর মসজিদের নাম ও ছবি প্রকাশ করেছে। এসব মসজিদের মাঝে রয়েছে ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি মসজিদ।
টেলিগ্রাফে উল্লেখিত মসজিদগুলো হলো-
১. ইরানের ইস্পাহানের ‘শেখ লুতফুল্লাহ’ জামে মসজিদ।
২. ইরানের সিরাজ শহরের ‘নাসির আল মূলক’ মসজিদ।
৩. তুরস্কের ‘ব্লু মসজিদ’ (Blue Mosque) যা ইস্তাম্বুলে অবস্থিত ও সুলতান আহমেদ জামে মসজিদ নামে সমধিক পরিচিত।
৪. তুরস্কের ইস্তাম্বুল শহরের ‘অায়া সুফিয়া’ মসজিদ।
অবশ্য মানুষ এ মসজিদকে হাজী সুফিয়া মসজিদ নামেই বেশি চিনে।
৫. মিশরের কায়রোর ‘আল আযরাক’ বা নীল মসজিদ।
৬. মিশরের কায়রোর ‘ইবনে তুলুন’ মসজিদ।
৭. মরক্কোর ‘ক্লাসাবাংকা’ জামে মসজিদ।
৮. ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদ।
৯. সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম।
১০. সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববি।
১১. মালয়েশিয়ার ‘উবুদিয়া’ মসজিদ।
১২. মালয়েশিয়ার ‘সুলতান সালাহ উদ্দিন আবদুল আজিজ’ মসজিদ।
১৩. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘ফয়সাল’ মসজিদ।
১৪. পাকিস্তানের লাহোরের ‘উজির খান’ মসজিদ।
১৫. পাকিস্তানের লাহোরের ‘বাদশাহী’ মসজিদ।
১৬. ভারতের ভূপাল শহরের ‘তাজুল মসজিদ’।
১৭. ভারতের দিল্লি ‘জামে মসজিদ’।
১৮. আরব আমিরাতের আবুধাবির ‘শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ’।
১৯. ওমানের ‘সুলতান কাবুস’মসজিদ।
২০. ইরাকের সামারা জামে মসজিদ
২১. উত্তর সাইপ্রাসের ‘মুস্তাফা পাশা’ মসজিদ।
২২. সিরিয়ার দামেস্ক জামে মসজিদ।
২৩. আফগানিস্তানের হেরাত জামে মসজিদ।
২৪. স্পেনের কর্ডোভা মসজিদ।
২৫. মরক্কোর কুতাবিয়া মসজিদ।