কী এবং কেন?বিজ্ঞান জিজ্ঞাসা

সিঙ্কহোল কি? কেনও তৈরি হয়?

সিঙ্কহোল বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি ব্যাপার হয়ে উঠেছে। তুরস্কে হঠাৎ সিঙ্কহোলের দেখা মিলেছে এ খবর সামনে আসার পর পুরো বিশ্বের মানুষ এখন সিঙ্কহোল ব্যাপারটি নিয়ে অনেক বেশি উৎসাহী। সিঙ্কহোল অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার। হঠাৎ করেই বিশাল এলাকা জুড়ে তৈরি হয় বৃহৎ গর্ত। মুহূর্তের মধ্যেই জমীনের উপরের বাড়িঘর, গাড়ি, মানুষ, জীবজন্তু সব মাটির গহীনে তলিয়ে যায়। এতে করে মানুষের হয় নির্মম মৃত্যু। ভয়ানক এই ব্যাপারটি কেনও ঘটে? কেন হঠাৎ প্রকৃতি এমন অশান্ত হয়ে পড়ে? চলুন জেনে আসি সিঙ্কহোলের আদ্যপ্রান্ত। 

 

সিঙ্কহোল যেমন ভূপৃষ্ঠে  হতে পারে তেমনি হতে পারে সমুদ্রের মাঝেও। সিঙ্কহোল হলো হঠাৎ করে সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত। একটি সিঙ্কহোল সাধারণত ১ মিটার থেকে ৬০০ মিটার পর্যন্ত বিশাল হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে এর থেকে বড় আকৃতির সিঙ্কহোলও তৈরি হয়। সিঙ্কহোল কেন তৈরি হয় তা বুঝতে হলে আমাদের পানিপ্রবাহ বুঝতে হবে। পানির অপর নাম জীবন। পানি আছে বলেই আমাদের ভূপৃষ্ঠ এত সুন্দর সাজে সজ্জিত। আল্লাহর অনেক বড় নিয়ামত এই পানি৷ পানি যেমন ভূপৃষ্ঠের উপরিভাগে নদী, সাগরে প্রবাহিত হয় তেমনি ভূপৃষ্ঠের নিম্নভাগেও রয়েছে পানির প্রবাহ। তাই তো আমরা নলকূপ খনন করলে পানি পাই। তো মাটির নিচে যে অংশ দিয়ে এই পানি প্রবাহিত হয় তার আশেপাশে অনেক পাথর থাকে। এইসব পাথরকে বলা হয় কার্বনেট রক বা বেডরক। বছরের পর বছর দীর্ঘ সময় ধরে পানি প্রবাহের ফলে প্রথমে ছোট ছোট পাথর সরে গিয়ে গর্ত সৃষ্টি হয় মাটির তলদেশে। এরফলে ফাকা জায়গার সৃষ্টি হয়। এভাবে দিনের পর দিন পানি প্রবাহের ফলে একসময় বিশাল গর্তের সৃষ্টি হয় ভূপৃষ্ঠের তলদেশে। ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের পাথর, মাটি এসব নিচের দিকে চাপ প্রয়োগ করতে থাকে এবং ভূপৃষ্ঠের উপরিভাগের সবকিছু মাটির নিচে তলিয়ে যেতে শুরু করে। এভাবে হঠাৎ করেই তৈরি হয়ে যায় বিশাল এলাকা জুড়ে দানব আকৃতির  গর্ত যা সিঙ্কহোল নামে আমাদের কাছে পরিচিত। একটি ছোট সিঙ্কহোলের গভীরতা সাধারণত ১৫-২০ মিটার। আর একটি বড় সিঙ্কহোলের গভীরতা হয় ৬০০ মিটার। জেনে অবাক হবেন এই পরিমাণ গভীরতায় একটি আইফেল টাওয়ার সহজেই তলিয়ে যেতে পারে। সিঙ্কহোল শুধুমাত্র প্রাকৃতিক কারণে নয়, মানবসৃষ্ট কারণেও হয়ে থাকে অনেক সময়। যেমন কোনো স্থাপনা তৈরির সময় ইঞ্জিনিয়ারিং ভুলের কারণেও তৈরি হতে পারে সিঙ্কহোল। এছাড়া মাটির নিচ থেকে অত্যধিক পরিমাণে খনিজ সম্পদ, পানি উত্তোলন করলে মাটির নিচে পানি ও পাথরের ভারসাম্য নষ্ট হয়ে সিঙ্কহোল তৈরি হতে পারে। 

READ MORE:  বিমান কত উঁচুতে উঠতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *