ক্যাম্পাস ভিউ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -ভাসানীর স্বপ্ন

মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ৪৭ এ পাকিস্তান এবং ৭১ এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের এই কিংবদন্তি জননেতার স্মৃতি বিজড়িত এলাকা টাঙ্গাইল জেলা। 

এরই ধারাবাহিকতায় মাওলানা ভাসানীর আদর্শ বিসৃত করার লক্ষ্যে এবং উচ্চ শিক্ষার পরিধি বিস্তরণে ১৯৯৯ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের সন্তোষে প্রতিষ্ঠিত হয় দেশের ১২ তম পাবলিক বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (মাভাবিপ্রবি, MBSTU)

 

স্মৃতি বিজড়িত ক্যাম্পাস

 

বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসটি টাঙ্গাইল সদরে মাওলানা ভাসানীর স্মৃতিধন্য সন্তোষে ৭০.৬৯ একর এলাকা নিয়ে বিসৃতভাসানী জীবনের শেষ কয়েকটি বছর এখানে কাটান। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়। ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান পরিচালিত হত। প্রাথমিক বিদ্যালয়, ছেলে ও মেয়েদের জন্য ছিল উচ্চ বিদ্যালয়, কলেজ, তুলো ও সাবান শিল্প সহ অনেকগুলো প্রতিষ্ঠান।

ক্যাম্পাসের প্রথম গেইট দিয়ে ঢুকতেই প্রথমে পরবে শাহ্ জামান দীঘি। বিশাল দীঘির কোল ঘেঁষে রয়েছে হাতির কবর নামক স্থান। এছাড়া বুদ্ধিজীবি চত্ত্বর, , শহীদ মিনার চত্ত্বর, মুক্তমঞ্চ, ভাস্কার্য। ক্যাম্পাসের জায়গা ভেতরে রয়েছে মাওলানা ভাসানী কর্তৃক নির্মিত ঐতিহাসিক দরবার হল। এছাড়া রয়েছে মাওলানা ভাসানীর মাজার, মসজিদ, মন্দির।

এছাড়াও সন্তোষের অদূরে রথখোলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসন প্রকল্পের কাজ চলছে।

 

অনুষদ এবং বিভাগসমূহ

 

প্রকৌশল অনুষদ

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • বস্ত্র প্রকৌশল বিভাগ

 

জীববিজ্ঞান অনুষদ

  • খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ
  • জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ
  • ফার্মেসী বিভাগ
  • বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ
  • পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
  • অপরাধবিদ্যা ও পুলিশবিজ্ঞান বিভাগ

 

ব্যবসায় শিক্ষা অনুষদ

  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • ব্যবসায় প্রশাসন বিভাগ
READ MORE:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -কৃষি প্রধান দেশের হাতিয়ার

 

বিজ্ঞান অনুষদ

  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • রসায়ন বিভাগ।
  • পদার্থবিজ্ঞান বিভাগ

 

সামাজিক বিজ্ঞান অনুষদ

 

  • অর্থনীতি বিভাগ

 

কলা অনুষদ

 

  • ইংরেজি বিভাগ

 

অন্যান্য স্থাপনা

 

  • গ্রন্থাগার
  • ক্যাফেটেরিয়া
  • চিকিৎসা কেন্দ্র
  • ব্যায়ামাগার
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ

 

আবাসন ব্যবস্থা

 

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে ৭টি হল। হলগুলো হলো :

 

ছাত্র হল

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
  • শহীদ জিয়াউর রহমান হল।
  • জননেতা আব্দুল মান্নান হল।
  • শেখ রাসেল হল। (নির্মানাধীন)

ছাত্রী হল

  • শহীদ জননী জাহানারা ইমাম হল।
  • আলেমা খাতুন ভাসানী হল।
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। (নির্মানাধীন)

 

যাতায়াত

শিক্ষকদের যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাইক্রোবাসের এবং মিনিবাস। এবং ছাত্র-ছাত্রীদের জন্য ও রয়েছে বিশ্ববিদ্যালয়ের আধুনিক নিজস্ব বাস। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *