সাহিত্য

প্রকাশিকা বই রিভিউ ও বাংলা লেখা প্রতিযোগিতা ২০২১

 

আপনার লেখার সৃষ্টিশীলতা পরিব্যাপ্তিতে ‘প্রকাশিকা’ ওয়েবজিন একটি বাংলা লেখা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।  প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম ২৫ টি লেখা আমাদের https://prokashika.com ওয়েবসাইটে “প্রকাশিকা ব্যানারে” প্রকাশিত হবে। বিজয়ী প্রথম তিনজনের জন্য থাকবে আকর্ষণীয় উপহার। 

লেখা জমা দেওয়ার শেষ সময়ঃ ২০ জুলাই, ২০২১

 

যে বিষয় গুলোতে লেখা যাবেঃ

  • সাহিত্য (ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, জীবন গল্প)
  • বিজ্ঞান
  • ইতিহাস
  • ভ্রমণ 
  • বই রিভিউ

 

অংশগ্রহণের নিয়মাবলীঃ

(১)  লেখাটি মৌলিক ও পূর্বে অপ্রকাশিত হতে হবে।

(২)  লেখা ৪০০ থেকে ২০০০ শব্দের ভিতরে লিখতে হতে হবে। 

(৩)  পিডিএফ/ ওয়ার্ড ফাইল আকারে লেখা পাঠাতে হবে। 

(৪) একজন একাধিক লেখা জমা দিতে পারবেন, তবে একজন ব্যক্তির কেবল একটি লেখাই পুরস্কারের জন্য মনোনীত হবে।

(৫)  আপনার লেখা [email protected] এই ঠিকানাই পাঠাতে হবে। 

(৬)  ইমেইলের subject – এ “প্রকাশিকা বই রিভিউ ও বাংলা লেখা প্রতিযোগিতা ২০২১” লিখতে হবে। 

(৭)  ইমেইলে অবশ্যই লেখক এর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠান/কর্মক্ষেত্রের নাম লিখতে হবে।

(৮)  লেখা নির্বাচনের ক্ষেত্রে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

 

লেখা জমা দেওয়ার শেষ সময়ঃ ২০ জুলাই, ২০২১

বিস্তারিত জানতে চোখ রাখুন প্রকাশিকা ফেসবুক পেজেঃ  https://www.facebook.com/Prokashika/

READ MORE:  তুমি না হয়.. একগুচ্ছ কদম হাতে এসো….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *